অজিদের ঘুরে দাঁড়ানোর মিশন

ছবি: ফাফ ডু প্লেসিস ও অ্যারন ফিঞ্চ

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। এবার টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে অজিরা। সিরিজের একমাত্র ম্যাচে শনিবার প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে অজিরা।
কুইন্সল্যান্ডের ক্যারেরা ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ২০ এ। এই ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যান অস্ট্রেলিয়ার হয়েই কথা বলছে। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াই ফেভারিট।
এখানে হওয়া ৬ ম্যাচের মধ্যে ৫ টিতেই জয় তুলে নিয়েছে অজিরা। আর বাকি ১ ম্যাচে জিতেছে প্রোটিয়ারা। দুই দল মোট ১৭ টি টি-টুয়েন্টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মাঝে জয়ের পাল্লা ভারি অস্ট্রেলিয়ারই।

তারা ১১ ম্যাচে জয় পেয়েছে। আর বাকি ৬ ম্যাচে জিতেছে প্রোটিয়ারা। দুই দল সবশেষ ২০১৬ সালে অস্ট্রেলিয়ার মাঠে খেলেছিল। সেবার ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল অজিরা।
এবার এই ম্যাচেও জয়ের খোঁজেই রয়েছে অ্যারন ফিঞ্চের দল। কদিন পরেই ভারতের বিপক্ষে লম্বা সিরিজ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই সিরিজের আগেই জয়ের ধারায় ফিরতে চাইবে দলটি।
অস্ট্রেলিয়াঃ
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যাশটন অ্যাগার, জেসন বিহেনড্রফ, নাথান কোল্টার-নাইল, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, ডি আর্কি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা।
দক্ষিন আফ্রিকাঃ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফারহান বিহার্ডিয়ান, কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, ইমরান তাহির, হেনরিক ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুঙ্গি এনগিদি, আন্ডিল ফেলহুকায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রবদা, তাবরিজ শামসী।