টেস্ট র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ টাইগারদের

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২২ই নভেম্বর সফরকারী উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়া এই সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে চলে যাওয়ার সুযোগ থাকছে টাইগারদের সামনে।
বর্তমান র্যাঙ্কিংয়ে টাইগারদের অবস্থান নবম স্থানে। অষ্টম স্থানে আছে উইন্ডিজ। জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৭। আর উইন্ডিজের ৭৬।

যদি বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৩ এবং উইন্ডিজের ৭২। আবার বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫ এবং উইন্ডিজের ৭১।
অর্থাৎ সিরিজ জিতলেই র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে যাওয়ার সুযোগ থাকছে তাইজুল-মিরাজদের সামনে। তবে র্যাঙ্কিংয়ে অনেক বেশি পয়েন্ট হারানোর সম্ভাবনাও থাকছে।
উইন্ডিজ যদি ০-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৩ হবে, আর উইন্ডিজের হবে ৭৮। এছাড়া উইন্ডিজ ০-২ তে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৬১, উইন্ডিজের ৮০।
অর্থাৎ, সিরিজে পয়েন্ট হারানোর সম্ভাবনাও আছে। তবে সিরিজ যদি ০-০ বা ১-১ ব্যবধানে ড্র হয় তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৮ হবে, উইন্ডিজের হবে ৭৫।