promotional_ad

'বোলার' মাহমুদুল্লাহকে চান যোশি

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ১২৪ উইকেট, ডানহাতি স্পিনার হিসেবে বাংলাদেশের অন্যতম সেরা বোলার মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু নিজের প্রতিচ্ছবিতে বোলার নয় ব্যাটসম্যান হিসেবেই নিজেকে দেখেন ৩২ বছর বয়সী এই ক্রিকেটার।


কিন্তু টাইগারদের স্পিন কোচ সুনীল যোশি সব সময়ই চেয়েছেন মাহমুদুল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজেকে আরও পরিণত করুক। ক্যারিয়ারের প্রথম ধাপে ছিলেনও তিনি সেরকমই একজন।


নিয়মিত বল হাতে দায়িত্ব নিতেন দলের। কিন্তু পরবর্তীতে নিজেকে ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন রিয়াদ। সীমিত ওভারের ক্রিকেটে বোলিংয়ের দায়িত্ব নিতে দেখা যায় কালেভদ্রে। তবে স্পিন কোচ যোশি এখনও দেখেন রিয়াদের মধ্যে সুপ্তাবস্থায় থাকা প্রতিভাগুলো। চাইছেন, বল হতেও দায়িত্ব নিক রিয়াদ।


promotional_ad

'আমি রিয়াদকে আগে থেকেই বলে আসছি বোলিং করতে এবং সে টি-টুয়েন্টিতেও বোলিং করেছে। সে টি টুয়েন্টিতে ৪ ওভার বোলিং করেছে। সে কিভাবে নিজেকে প্রস্তুত করেছে সেটাই মুখ্য বিষয়। সে মূলত লোয়ার মিডল অর্ডারের মেরুদন্ড। অবশ্যই সে বোলিং করতে সক্ষম। আমরা তাঁর বোলিং দেখেছি, তাঁর স্কিল যথেষ্ট ভাল। তাঁর অফ স্পিন স্কিল দুর্দান্ত।'


যেভাবে দেখেন রিয়াদকে সেভাবে তাঁকে বিশ্ব মঞ্চে তুলেও ধরতে চান তিনি। তাই রিয়াদকে দিয়ে বোলিং করান নিয়ে জোর দিতে চান যোশি। 'তাঁকে আবারও বোলিং শুরু করতে হবে। এই বিষয়ে তাঁকে জোর দিতে হবে আমাদের,' ক্রিকবাজের সাথে আলাপকালে বলেছিলেন টাইগারদের স্পিন কোচ যোশি।


নিজেকে কিভাবে বোলিং থেকে সরিয়ে নিয়েছেন তা বুঝা যায় তাঁর ওয়ানডে ক্যারিয়ারকে দুইভাগে ভাগ করলে। ২০০৭ থেকে ২০১২ এই ছয় বছরে রিয়াদ ৮৫ ম্যাচ খেলেছেন কিন্তু বোলিং করছেন ৭৫ ইনিংসে। যেখানে তাঁর উইকেট সংখা ছিল ৫২।


এরপরের ছয় বছর অর্থাৎ ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনি খেলেছেন ৭৭ ম্যাচ। যেখানে বল হাতে নিয়েছিলেন মাত্র ৪৯টি ইনিংসে, উইকেটও নিয়েছেন মাত্র ২১টি। তাঁর মাঝে ১০ ওভারের কোটা পুরন করেছেন হাতে গোনার মতো কয়েকবারই।


২০১৪ সালের পর ২০১৮ সালে এশিয়া কাপে শেষ ১০ ওভার বোলিং করেছিলেন রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মাত্র ৩৮ রান দিয়েছিলেন এই ডানহাতি স্পিনার। যা দলের জয়ে অনেক বড় অবদান রেখেছিল।


বোলিংয়ে রয়েছে স্কিল, রয়েছে বৈচিত্র্য। নিজেকে গড়েই তুলতে পারেন একজন প্রকৃত অলরাউন্ডার হিসেবে। রিয়াদকে সেভাবেই দেখতে চান বাংলাদেশ দলের স্পিন কোচ সুনীল যোশি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball