অপুকে তিন ফরম্যাটের সার্টিফিকেট দিচ্ছেন যোশি

ছবি: নাজমুল ইসলাম অপু, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে সংক্ষিপ্ত ফরম্যাটে মিতব্যায়ি বোলিংয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন স্পিনার নাজমুল ইসলাম অপু। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টেও দারুণ বোলিং করেছেন তিনি। সিলেট টেস্টে মাত্র ২.৬২ ইকোনমি রেটে ৪ উইকেট শিকার করেছিলেন অপু।
বল হাতে ধারাবাহিকভাবে বোলিং করার দরুন অপুকে তিন ফরম্যাটেই খেলার সার্টিফিকেট দিতে আগ্রহী টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশি। যদিও তাঁকে আরও কিছু সময় দেয়ার পক্ষে তিনি। সম্প্রতি ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে যোশি বলেছেন,

'অপুর ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আমাদের তাঁকে সময় দিতে হবে। সে এমন একজন সম্ভাবনাময়ী ক্রিকেটার যে কিনা তিন ফরম্যাটেই খেলতে সক্ষম।'
শুধু তাই নয়, যোশির মতে ওয়ানডে, টি টুয়েন্টি কিংবা টেস্ট তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে বোলিং করার সক্ষমতা আছে অপুর। এর জন্য অ্যাকশনেও আনতে হবে ধারাবাহিকতা বলে মনে করেন তিনি,
'একজন পেসার কিংবা স্পিনার যার কথাই বলুন না কেন সে যদি তাঁর অ্যাকশনের দিক থেকে ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে সব ফরম্যাটেই সে ধারাবাহিক হতে পারবে। এটাই স্পেশালিষ্ট কোচ হিসেবে আমরা চিন্তা করি', বলেন যোশি।
রক্ষণাত্মক বোলিং করে প্রতিপক্ষকে চাপে ফেলার নজীর এরই মধ্যে একাধিবার দেখিয়েছেন অপু। আর সেই কারণে দলকে এখনও অনেক কিছু দেয়ার ক্ষমতা আছে তাঁর উল্লেখ করে যোশির ভাষ্য,
'অপু কিন্তু টি টুয়েন্টি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিল, এরপর ওয়ানডে এবং টেস্টে খেলেছে। এর মানে হল, কিছু দেয়ার মত সক্ষমতা আছে তাঁর।'