সেরা তাইজুল, দ্বিতীয় সেরা মিরাজ

ছবি: সেরা উইকেট শিকারি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুই টেস্টেই দুর্দান্ত বোলিং করেছিলেন টাইগার বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সিলেট টেস্টে ১১ উইকেট শিকারের পর ঢাকাতে ৭ উইকেট শিকার করেন তিনি।
সবমিলিয়ে ২.৫৪ ইকোনমি রেটে ১৮ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারি বোলার হিসেবে নাম লিখিয়েছেন তাইজুল। এরপর তালিকার দ্বিতীয় স্থানে আছেন আরেক টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।

৪ ইনিংসে ১১ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তাঁর ইকোনমি রেট ২.২৮। তাঁর সেরা বোলিং ফিগার ৫/৩৮। এরপরের দুটি স্থানে আছেন জিম্বাবুইয়ান বোলাররা।
৪ ইনিংসে ২.৪২ ইকোনমি রেটে ১০ উইকেট শিকার করেছেন কাইল জার্ভিস। তাঁর সেরা বোলিং ফিগার ৫/৭১।
৪ ইনিংসে ৭ উইকেট নিয়ে তালিকার চারে আছেন স্পিনার সিকান্দার রাজা। ৩৫ রান খরচায় ৩ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার। ৩.৮৯ ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি।
সিরিজের সেরা বোলারের তালিকা-
বোলার | ইনিংস | উইকেট | সেরা | ইকোনমি রেট |
তাইজুল ইসলাম | ৪ | ১৮ | ৬/১০৮ | ২.৫৪ |
মেহেদি হাসান মিরাজ | ৪ | ১১ | ৫/৩৮ | ২.২৮ |
কাইল জার্ভিস | ৪ | ১০ | ৫/৭১ | ২.৪২ |
সিকান্দার রাজা | ৪ | ৭ | ৩/৩৫ | ৩.৮৯ |
নাজমুল ইসলাম অপু | ২ | ৪ | ২/২৭ | ২.৬২ |