৯০ গড় নিয়ে সেরা মুশফিক

ছবি: সেরা রান সংগ্রাহক

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ শেষে সেরা রান সংগ্রাহকের তালিকার শীর্ষে আছেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ঢাকার মাঠে নিজেকে দারুণভাবে চিনিয়েছেন মুশফিক। প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড হাঁকিয়েছেন তিনি এই টেস্টেই। আর এর সুবাদেই ৯০ গড়ে ২৭০ রান সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছেন টাইগার এই ব্যাটসম্যান।

মুশফিকের পর দ্বিতীয় স্থানটি দখলে রেখেছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান ব্র্যান্ডন টেইলর। বাংলাদেশের বিপক্ষে ৪ ইনিংসে ৮২ গড়ে ২৪৬ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকিয়েছেন এই জিম্বাবুইয়ান। তাঁর সেরা ইনিংসটি ১১০ রানের।
তালিকার তৃতীয় স্থানে আছেন টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক। ৪ ইনিংসে তাঁর সংগ্রহ ৪৫.৫০ গড়ে ১৮২ রান। সেরা ইনিংসটি ১৬১ রানের।
চতুর্থ এবং পঞ্চমে আছেন যথাক্রমে পিটার মুর এবং বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ৪ ইনিংসে জিম্বাবুইয়ান মুরের সংগ্রহ ৫৩ গড়ে ১৫৯ রান। অপরদিকে রিয়াদ শেষ টেস্টে শতক হাঁকিয়ে সবমিলিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছেন।
সেরা পাঁচ ব্যাটসম্যানঃ
ব্যাটসম্যান | ইনিংস | রান | সেরা | গড় | শতক | অর্ধশতক |
মুশফিকুর রহিম | ৪ | ২৭০ | ২১৯* | ৯০.০০ | ১ | ------- |
ব্র্যান্ডন টেইলর | ৪ | ২৪৬ | ১১০ | ৮২.০০ | ২ | ------- |
মমিনুল হক | ৪ | ১৮২ | ১৬১ | ৪৫.৫০ | ১ | ------- |
পিটার মুর | ৪ | ১৫৯ | ৮৩ | ৫৩.০০ | ০ | ২ |
মাহমুদুল্লাহ রিয়াদ | ৪ | ১৫৩ | ১০১* | ৫১.০০ | ১ | ------- |