উপমহাদেশের দৈন্যদশা কাটাতে পারবে উইন্ডিজ?

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বাংলাদেশ সফরে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ছাড়াও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তবে এশিয়ার মাটিতে নিকট অতীতের পারফর্মেন্সে হতাশ হতেই পারে ক্যারিবিয়ানরা।
২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে এশিয়ার মাটিতে তিনটি টি-টুয়েন্টি সিরিজ খেলেছে উইন্ডিজ। খেলেছে মোট নয়টি ম্যাচ। তবে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তাঁরা!

টি-টুয়েন্টি বিশ্বকাপের পরে ২০১৬ সালেই আরব আমিরাতের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল তাঁরা। তবে জয় পায়নি একটি ম্যাচেও।
এরপরে ২০১৮ সালে পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে হেরেছে তাঁরা। তারপরে সদ্য সমাপ্ত সিরিজে ভারতের বিপক্ষেও ৩-০ ব্যবধানে হেরেছে তাঁরা। কিছুদিন পরেই বাংলাদেশের বিপক্ষে খেলবে উইন্ডিজ।
নিজেদের দৈন্যদশা বাংলাদেশের বিপক্ষে কাটাতে পারে কিনা উইন্ডিজ, এটাই এখন দেখার বিষয়। অবশ্য টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে দুই দল।