রেটিং পয়েন্ট পুনরুদ্ধার করলো বাংলাদেশ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টের পরে ঢাকা টেস্টেও হেরে গেলে র্যাঙ্কিংয়ে বেশ কিছু পয়েন্ট হারানোর সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করাতে র্যাঙ্কিংয়ে নিজেদের রেটিং পয়েন্ট পুনরুদ্ধার করলো তাইজুল-মিরাজরা।
র্যাঙ্কিংয়ে অবস্থান এমনিতেই সুখকর নয় টাইগারদের (নবম স্থানে)। টাইগারদের উপরে (অষ্টম স্থানে) আছে উইন্ডিজ। নিচে অবস্থান করছে (দশম স্থানে) জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের পয়েন্ট ছিল ৬৭।

জিম্বাবুয়ের পয়েন্ট ছিল মাত্র ২। সিরিজে ০-১ ব্যবধানে জিম্বাবুয়ে এগিয়ে গেলে টাইগারদের পয়েন্ট হয় ৫৭, জিম্বাবুয়ের পয়েন্ট গিয়ে দাঁড়ায় ২২ এ! সদ্য সমাপ্ত ঢাকা টেস্ট যদি কোনভাবে ড্র হতো, তাহলে এমনটাই থেকে যাওয়ার কথা ছিল রেটিং পয়েন্টের। আবার জিম্বাবুয়ে এই ম্যাচে জিতলেও পয়েন্ট হারাতে পারতো টাইগাররা।
কিন্তু শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র হওয়ার কারণে টাইগারদের বর্তমান পয়েন্ট ৬৭ এবং জিম্বাবুয়ের পয়েন্ট ২। বাংলাদেশের উপরে থাকা উইন্ডিজের পয়েন্ট ৭৬। অর্থাৎ, র্যাঙ্কিংয়ে উন্নতি বা অবনতি না হলেও রেটিং পয়েন্ট পুনরুদ্ধার করতে পেরেছে বাংলাদেশ।
আর সামনেই ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। উইন্ডিজের সঙ্গে ভাল ফলাফল করলে আরও বেশ কিছু পয়েন্ট আশা করতেই পারে বাংলাদেশ।