promotional_ad

অনুপ্রেরণার রসদ পাচ্ছে জিম্বাবুইয়ানরা

জিম্বাবুয়ে দল, সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের কাছে শেষ টেস্টে বড় ব্যবধানে পরাজিত হলেও খুব বেশি আক্ষেপ নেই জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার। কেননা এই দুই ম্যাচ থেকে যথেষ্ট প্রাপ্তি রয়েছে জিম্বাবুয়ের বলে বিশ্বাস করেন তিনি।   


মাসাকাদজার মতে সিরিজে তাঁর দল যেভাবে খেলেছে তাতে করে নিজেদের সামর্থ্যের প্রমাণ বেশ ভালোভাবেই দেয়া সম্ভব হয়েছে। আর এর ফলে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসও অর্জন করছে দল। ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুইয়ান অধিনায়ক বলেন,   



promotional_ad

'আমি মনে করি আমাদের জন্য সবথেকে বড় প্রাপ্তি হল ছেলেরা দুই টেস্টে যেভাবে খেলেছে সেটি। তারা দেখিয়ে দিয়েছে যে আমরা দল হিসেবে কি করতে পারি। এটি আমাদের সামনের দিকে এগিয়ে যেতে অনেক আত্মবিশ্বাস যোগাবে।'


বিদেশের কন্ডিশনে এভাবে লড়াই করাটা যথেষ্ট ইতিবাচক বলেও মনে করছেন মাসাকাদজা। বিশ্বের যেকোনো দলের জন্যই উপমহাদেশের কন্ডিশনে খেলা কঠিন উল্লেখ করে তিনি বলেছেন, 


'এই ধরণের লড়াই আপনাকে যথেষ্ট শক্ত করবে এবং আপনি এখান থেকে আরও পরিণত হয়ে আসতে পারবেন। এটা আমাদের অনেক বড় একটি শিক্ষা এবং আমরা ইতিবাচক যে আমরা বাইরের কন্ডিশনেও নিজেদের সামর্থ্য দেখাতে পারি- যে কন্ডিশন বিশ্বের বেশিরভাগ দলের জন্যই কঠিন। সুতরাং এটি আমাদের জন্য অনেক ইতিবাচক একটি দিক।'



উল্লেখ্য বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ১৫১ রানে জয় পেয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। তবে মিরপুরের হোম অফ ক্রিকেটে দারুণভাবে ফিরে আসে টাইগাররা। ২১৮ রানের বড় জয়ে সিরিজ ড্র করতেও সক্ষম হয় তারা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball