ফর্মে ফেরায় স্বস্তিতে মাহমুদুল্লাহ

মাহমুদুল্লাহ রিয়াদ, বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট ক্রিকেটে গত কয়েকদিন থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামার আগে গত পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ০, ৪, ০, ১৬ এবং ৩৬।


সেই রিয়াদই ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন অপরাজিত ১০১ রানের দারুণ একটি ইনিংস। আর এই ইনিংসের কল্যাণে কিছুটা স্বস্তিও ফিরে পেয়েছেন তিনি। দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে ফর্মে ফিরতে পারা নিয়ে টাইগার অধিনায়ক তাই বলছিলেন,  


promotional_ad

'হ্যাঁ কিছুটা রিলিফ বলতে পারেন। কারণ আমার শেষ পাঁচ টেস্টে কোন ভাল পারফর্মেন্স ছিল না, কোন ফিফটি ছিল না। আমি এই ফরম্যাটের ক্রিকেটে সংগ্রাম করছিলাম।'


একজন অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেয়াটাই মূল উদ্দেশ্য ছিল মাহমুদুল্লাহর। প্রথম টেস্টে না পারলেও পরের ম্যাচে এসেই সেই উদ্দেশ্য কিছুটা সফল হয়েছে তাঁর। দলের জয়ে অবদান রাখতে পারাটাকেই অনেক বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি, 


'আমি চাচ্ছিলাম আমার জায়গাটা মূল্যায়ন করতে পারে, কারণ অধিনায়ক হিসেবে সবসময় সামনে থেকে পারফর্ম করতে হয়। ওই দায়বদ্ধতা আমার মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ যে আমি দলের জন্য অবদান রাখতে পেরেছি।'


শতক হাঁকাতে সক্ষম হলেও এখনও উন্নতির অনেক জায়গা আছে বলে বিশ্বাস করেন রিয়াদ। পাশাপাশি টেস্ট ফরম্যাটে ধারাবাহিক হওয়ার দিকেই এখন জোর দিতে ইচ্ছুক তিনি। সেই কারণে বললেন,  


'তবে আমার এখনও উন্নতির অনেক জায়গা আছে। আমি চাই এই ফরম্যাটে আরও ধারাবাহিক হতে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball