আমাদের চোখের পানিটা কেউ দেখে নাঃ মাহমুদুল্লাহ

ছবি: মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হতাশাজনক পরাজয়ের পর সমালোচনা ঝড় বয়ে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে।
মুশফিক, রিয়াদদের ফর্ম নিয়েও প্রশ্ন তুলতে দ্বিধা করেননি অনেকে। অথচ খারাপ খেলার পর এই ক্রিকেটাররা নিজেরাও যে যথেষ্ট মনক্ষুণ্ণ হয়েছেন সেটাই হয়তো কেউ বুঝতে চাননি।

ঢাকা টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এই কথাগুলোই অনেকটা আক্ষেপ ভরা কণ্ঠে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ,
'আমরা যখন খারাপ খেলি, ড্রেসিং রুমে মনটা আমাদেরই বেশি খারাপ হয়। আমাদের চোখের পানিটা কেউ দেখে না। আমরা এটা কাউকে বলিও না। এখানে তুলনা করার কোন ইস্যু নেই, স্বস্তিও না, আনন্দও না।'
সিলেট টেস্টে হতাশার পরাজয়ের পর ঢাকাতে এসে দারুণভাবে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৮ রানের বিশাল জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে সমতাও নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা।
সিরিজ জিততে না পারলেও দারুণ এই জয়ে সন্তুষ্ট রিয়াদ। ম্যাচ জেতার পর সকলেরই আনন্দ করার অধিকার থাকে উল্লেখ করে তিনি জানিয়েছেন,
'যদি আপনি ম্যাচ জয় করেন তাহলে অবশ্যই আপনার আনন্দ লাগা উচিত। ম্যাচ জিতলে অতটুকু অধিকার থাকে আনন্দ প্রকাশ করার।'