দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ডে বাংলাদেশ

ছবি: বাংলাদেশ টেস্ট দল, বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৮ রানের বিশাল এক জয় দিয়ে সিরিজ ড্র করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
রানের দিক থেকে যেটি টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে ২০০৫ সালে ঢাকার মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে ২২৬ রানের জয় পেয়েছিল টাইগাররা।

সেটাই এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ জয়। আর তৃতীয় সর্বোচ্চ জয়টি তাদের এসেছিল ২০১৪ সালে। এই জিম্বাবুয়ের বিপক্ষেই চিটাগাংয়ের মাটিতে ১৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।
একই বছর খুলনাতে জিম্বাবুয়েকে ১৬২ রানে পরাজিত করেছিল টাইগাররা। বড় জয়ের দিক থেকে তালিকাতে আছে ইংল্যান্ডও। ২০১৬ সালে মিরপুরে ইংলিশদের ১০৮ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।
টেস্টে বাংলাদেশের সবথেকে বড় জয়গুলোর তালিকা-
জয়ের ব্যবধান | প্রতিপক্ষ | ভেন্যু | তারিখ |
২২৬ | জিম্বাবুয়ে | ঢাকা | ৬ই জানুয়ারি, ২০০৫ |
২১৮ | জিম্বাবুয়ে | ঢাকা | ১৫ই নভেম্বর, ২০১৮ |
১৮৬ | জিম্বাবুয়ে | চিটাগাং | ১২ই নভেম্বর, ২০১৪ |
১৬২ | জিম্বাবুয়ে | খুলনা | ৩ নভেম্বর, ২০১৪ |
১৪৩ | জিম্বাবুয়ে | হারারে | ২৫শে এপ্রিল, ২০১৩ |
১০৮ | ইংল্যান্ড | ঢাকা | ২৮শে অক্টোবর, ২০১৬ |
৯৫ | উইন্ডিজ | কিংসটন | ৯ই জুলাই, ২০০৯ |
২০ | অস্ট্রেলিয়া | ঢাকা | ২৭শে আগস্ট, ২০১৭ |