বিশাল ব্যবধানে জিতল বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ৩০৪ অল আউট ১০৪.৫ ওভার
টেইলর ১১০ ; তাইজুল ৫/১০৭
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫২২/৭ ডিক্লে (১৬০ ওভার)
মুশফিকুর রহিম ২১৯*, মমিনুল হক ১৬১, মেহেদি হাসান মিরাজ ৬৮*
কাইল জার্ভিস ৫/৭১
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ২২৪/৬ ডিক্লে, মাহমুদুল্লাহ ১০১*, মিথুন ৬৭*
কাইল জারভিস ২/৫, ত্রিপানো ২/১০
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসঃ ২২৪ অল আউট, ৮৩.১ ওভার
টেইলর ১০৬* মেহেদি হাসান মিরাজ ৩৮/৫

ঢাকা টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৪৪৩ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২২৪ রানে অল আউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ফলে ২১৮ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচ সিরিজ ১-১য়ে শেষ করল টাইগাররা।
মিরাজের পাঁচঃ শেষ ব্যাটসম্যান হিসেবে কাইল জার্ভিসকে ফিরিয়ে পঞ্চম বারের মতো টেস্টে পাঁচ উইকেট তুলে নেন মেহেদি মিরাজ। চাটারা ইনজুরিতে থাকায় আর ব্যাট করতে নামেন নি। শেষ ব্যাটসম্যান হিসেবে ১০৬ রানে অপরাজিত থাকেন টেইলর।
টেইলরের সেঞ্চুরিঃ প্রথম ইনিংসে শতক হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রেন্ডন টেইলর। ৯টি বাউন্ডারির সাহায্যে এই মাইলফলকে পৌঁছান তিনি। তবে সেঞ্চুরি হাঁকানো টেইলরকে সঙ্গ দিতে পারেন নি মাভুটা। মিরাজের চতুর্থ শিকার হয়ে ফিরেছেন সাজঘরে।
মিরাজের তৃতীয়ঃ নীচের সারির ব্যাটসম্যান তিরিপানো উইকেটে বেশীক্ষণ থিতু হতে পারেন নি। মেহেদি হাসানের মিরাজের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ব্যাটসম্যান। মিরাজ তুলে নিয়েছেন তাঁর তৃতীয় উইকেট।
মুর-চাখাবার বিদায়ঃ একপ্রান্তে থিতু হয়ে টেইলর খেললেও পিটার মুরকে সাজঘরে ফেরাতে সার্থক হয়েছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটসম্যান। এরখানিক পরই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন চাখাবা।
টেইলরের ফিফটিঃ
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে লড়ছেন ব্রেন্ডন টেইলর। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এই ইনিংসে ইতিমধ্যে তুলে নিয়েছেন ফিফিটি। এরপরই লাঞ্চ বিরতিতে যায় সফরকারীরা।
তাইজুলের আঘাতঃ
৪৯ তম ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান সিকান্দার রাজাকে নিজের হাতেই ফিরতি ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। রাজা ফেরার পর ব্যাটিংয়ে নেমেছেন পিটার মুর।
মুস্তাফিজের ব্রেক থ্রুঃ
এদিন ২ উইকেটে ৭৬ রান নিয়ে কিছুটা দেখেশুনেই খেলা শুরু করেছিল হ্যামিল্টন মাসাকাদজার দল। কিন্তু দলীয় ৯৯ রানের মাথায় শন উইলিয়ামসকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
উল্লেখ্য এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ২১৯ রান ও মুমিনুল হকের ১৬১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৫২২ রানে নিজেদের ইনিংস ঘোষণা করেছিল। জিম্বাবুয়ের পেসার কাইল জারভিস পাঁচ উইকেট শিকার করেন।
বাংলাদেশের এই রানের জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩০৪ রান করে অল আউট হয়। দলটির পক্ষে ব্রেন্ডন টেইলর ১১০ রানের ইনিংস খেলেছিলেন। বল হাতে বাংলাদেশের হয়ে সেরা বোলার ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ একাদশঃ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশঃ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, টেন্ডাই চাতারা।