মুশতাক, ইরফানদের পাশে তাইজুল

ছবি: তাইজুল ইসলাম, বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মেহেদী হাসান মিরাজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাম লেখানোর অপেক্ষায় আছেন টাইগারদের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের পঞ্চম দিনই এই রেকর্ড হাতছানি দিচ্ছে তাঁকে।
এরই মধ্যে অবশ্য লাঞ্চ বিরতির আগেই জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিয়ে আরেক স্পিনার এনামুল হক জুনিয়রের পাশে উঠে এসেছেন তাইজুল। ২০০৫ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন এনামুল।
এবার তাইজুলের সামনে আছেন তাঁরই আরেক সতীর্থ মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট শিকার করেছিলেন তরুণ মিরাজ।
তবে ইতিমধ্যে দুই উইকেট নেয়ায় বর্তমানে পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ, ভারতীয় পেসার ইরফান পাঠান এবং অস্ট্রেলিয়ার জন জেমস ফেরির পাশেও উঠে এসেছেন তাইজুল। দুই ম্যাচের টেস্ট সিরিজে এই তিন বোলারেরই উইকেট সংখ্যা ১৮টি।
উল্লেখ্য সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ১১ উইকেট শিকার করেছিলেন তাইজুল। এরপর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট নেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা-
১। মুত্তিয়া মুরলিধরন (শ্রীলঙ্কা)- ২২ উইকেট (প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা)

২। জনি ব্রিগস (ইংল্যান্ড)- ২১ (প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা)
৩। অনিল কুম্বলে (ভারত)- ২১ (প্রতিপক্ষ- পাকিস্তান)
৪। ইরফান পাঠান (ভারত)- ২১ (প্রতিপক্ষ- জিম্বাবুয়ে)
৫। সাকলাইন মুশতাক-২০ (পাকিস্তান) (প্রতিপক্ষ- ভারত)
৬। ড্যানিয়েল ভেটরি (নিউজিল্যান্ড)-২০ (প্রতিপক্ষ- বাংলাদেশ)
৭। রে প্রাইস (জিম্বাবুয়ে)-১৯ (প্রতিপক্ষ- উইন্ডিজ)
৮। মেহেদি হাসান মিরাজ- ১৯ (প্রতিপক্ষ ইংল্যান্ড)
৯। জন জেমস ফেরিস (অস্ট্রেলিয়া)-১৮ (প্রতিপক্ষ- ইংল্যান্ড)
১০। মুশতাক আহমেদ (পাকিস্তান)-১৮ (প্রতিপক্ষ- নিউজিল্যান্ড)
১১। ইরফান পাঠান (ভারত)-১৮ (প্রতিপক্ষ- বাংলাদেশ)
১২। এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)- ১৮ (প্রতিপক্ষ- জিম্বাবুয়ে)
১৩। তাইজুল ইসলাম (বাংলাদেশ)-১৮ (প্রতিপক্ষ- জিম্বাবুয়ে)
১৪। চার্লি টার্নার (অস্ট্রেলিয়া)- ১৭ (প্রতিপক্ষ- ইংল্যান্ড)