promotional_ad

হ্যাট্রিক পরাজয়ে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

নারী ক্রিকেট দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলমান নারী টি টুয়েন্টি বিশ্বকাপে হ্যাট্রিক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে তাঁরা হেরেছে ২৫ রানে। টানা তিন ম্যাচে পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে হল সালমা বাহিনীকে।


এদিন লঙ্কানদের বিপক্ষে শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন। এরপর ব্যাটিংয়ে নেমে ডানহাতি ব্যাটসম্যান শাশিকালা সিরিওয়ার্দেনের ৩১ রানের ইনিংসে ভর করে ৯৭ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা। 


সিরিওয়ার্দেনে ছাড়াও উইকেটরক্ষক ব্যাটসম্যান দিলানি মানোদারা ১৬ এবং অধিনায়ক চামারি আতাপাত্তু ১২ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে সফল ছিলেন ডানহাতি পেসার জাহানারা আলম।


৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে ১টি করে উইকেট পেয়েছেন খাদিজা তুল কুবরা, রুমানা আহমেদ এবং ফাহিমা খাতুন। 


৯৮ রানে লক্ষ্যে খেলতে নেমে যথারীতি ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয় বাংলাদেশকে। লঙ্কান বোলারদের দারুণ বোলিংয়ের সামনে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। অলআউট হতে হয়েছে মাত্র ৭২ রানেই।


বাংলাদেশের পক্ষে এক নিগার সুলতানা ছাড়া এদিন কেউই বলার মতো রান করতে পারেননি। ৪১ বল খেলে ২০ রান করেন নিগার। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মোটে ১১ যা এসেছে আয়েশা রহমান এবং রিতু মনির ব্যাট থেকে। 



promotional_ad

টাইগ্রেসদের শিবিরে ধ্বস নামানোর মূল কাজটি করেছিলেন লঙ্কান ডানহাতি মিডিয়াম পেসার চামারি আতাপাত্তু। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানে ৩ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও উদেশিকা প্রাবোধানি ৬ রানে ২টি এবং শাশিকালা সিরিওয়ার্দেনে ১০ রান খরচায় ২টি উইকেট নেন। ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফর্ম করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সিরিওয়ার্দেনে। 


উল্লেখ্য এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উইন্ডিজদের কাছে ৬০ রানে পরাজিত হতে হয়েছিল বাংলাদেশকে। এরপর দ্বিতীয় ম্যাচে ইংলিশদের বিপক্ষেও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তাঁরা। বর্তমানে -২.১৬২ টেবিলের তলানিতে আছে সালমা বাহিনী । 


বাংলাদেশ একাদশ- 


সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), শারমিন সুলতানা (উইকেটরক্ষক),  ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা, জাহানারা আলম, রিতু মনি। 


শ্রীলঙ্কা একাদশ- 


ইয়াসোডা মেন্ডিস, হাসিনি পেরেরা, দিলানি মানোদারা, চামারি আতাপাত্তু (অধিনায়ক), শাশিকালা সিরিওয়ার্দেনে, ইশানিলোকুসুরিইয়াগে, নিলাকশি ডি সিলভা, শ্রীপালি উইরাকোদ্দি, ওশাধি রানাসিংহে, উদেশিকা প্রাবোধানি, ইনোশি প্রিয়াদর্শিনি। 


সংক্ষিপ্ত স্কোর- 



টস-বাংলাদেশ (ফিল্ডিং)


শ্রীলঙ্কা- ৯৭/৭ (২০ ওভার) (রান রেট-৪.৮৫) (সিরিওয়ার্দেনে-৩১,মানোদারা- ১৬) (জাহানারা-৩/২১, ফাহিমা-১/১৬)


বাংলাদেশ- ৭২/১০ (২০ ওভার) (রান রেট- ৩.৬) (নিগার-২০, আয়েশা-১১) (আতাপাত্তু- ৩/১৭, প্রাবোধানি- ২/৬)


ফলাফল- শ্রীলঙ্কা ২৫ রানে বিজয়ী। 


ম্যাচ সেরা-  শাশিকালা সিরিওয়ার্দেনে



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball