অ্যাশেজ-বিশ্বকাপের জন্য আইপিএল বাদ!

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৯ সালের অ্যাশেজ সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতি নেওয়ার জন্য আইপিএলের আগামী আসরে খেলছেন না অজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক। একারণে আইপিএলে তাঁর সঙ্গে চুক্তি শেষ করে তাঁকে মুক্ত করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
'আমি দুই দিন আগে কলকাতার মালিকপক্ষ থেকে বার্তা পেয়েছি যে আমাকে চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই সামনের বছরের এপ্রিলে আমি বাসায় অবস্থান করবো।

'এই মুহূর্তে আমি অনেক বেশি ওয়ানডে এবং টেস্ট খেলতে চাই। যত বেশি সম্ভব খেলব। আইপিএল খেলে অবশ্যই অতিরিক্ত কিছু অর্থ বোনাস হিসেবে পাওয়া যেতো। কিন্তু আমি টেস্ট ক্রিকেটকেই বেঁছে নিয়েছি।'; ক্রিকইনফোকে জানিয়েছেন স্টার্ক।
টেস্ট ক্রিকেটকে বরাবরই প্রাধান্য দেন অজি এই পেসার। ক্যারিয়ারের শুরু থেকেই মিডিয়ার সামনে বলে আসছেন এই কথা। এবারও জানিয়েছেন একই রকমের কথা।
'টেস্ট ক্রিকেট সবসময় আমার চোখে এক নম্বর হয়ে থাকবে। ওয়ানডে ক্রিকেটে খেলতেও আমি ভালোবাসি। সামনে আমাদের বিশ্বকাপ আছে। শিল্ড ক্রিকেটে (অজিদের ঘরোয়া ক্রিকেট) খেলতে আমি ভালোবাসি
'বিশেষ করে টেস্ট খেলাই আমার সবচাইতে পছন্দের। শিডিউলে সব ম্যাচ হয়তো খেলা হয়না। তবে যেসব টেস্ট সিরিজে না খেললেই নয়, ওগুলোর দিকে নজর একটু বেশিই থাকে।'
শেষে বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে স্টার্ক আরও জানান, 'ফেব্রুয়ারি এবং মার্চে আমাদের অনেক বেশি ওয়ানডে ম্যাচ আছে। বিশ্বকাপের ঠিক আগেই। সেগুলোতে খেলতে চাই।'