promotional_ad

স্পিন স্বর্গে ব্যাটিংয়ের টোটকা দিলেন রাজপুত

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পঞ্চম দিনে ঢাকার উইকেট হবে স্পিনারদের জন্য স্বর্গরাজ্য- উইকেটের চতুর্থ দিনের আচরণ এবং পূর্বের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা থেকে এটা অনেকটাই অনুমেয়। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজও যেমন প্রত্যাশা করছেন ভাল একটি স্পিনিং উইকেটের।


ঠিক তেমনি জিম্বাবুইয়ান কোচ লালচাঁদ রাজপুতও সতর্ক করছেন নিজ দলের ব্যাটসম্যানদের। ব্যাটসম্যান রক্ষণাত্মক মানসিকতায় পরিপূর্ণ বিশ্বাস রাখতে বললেন তিনি। 


'আমাদের এক এক বার এক এক ধরণের বল খেলতে হবে, খুব বুঝেশুনে। যদি বলগুলো ভেতরের দিকে আসে, তাহলে সেগুলো ওভাবেই দেখে খেলতে হবে। বলের কাছে গিয়ে যদি সেভাবে খেলতে পারেন, তাহলে আপনি বলের ঘূর্ণন তেমন একটা মোকাবেলা করবেন না। 



promotional_ad

'আপনার রক্ষণাত্মক মানসিকতায় ভরসা রাখতে হবে। আর ওভাবেই ব্যাট চালাতে হবে। প্রথম ইনিংসে ছেলেরা সেটা পারেনি। রাজা ভুল লাইনে ব্যাট চালিয়েছে। শন উইলাইমসও খেলতে পারেনি। শট নির্বাচনে ভুল করেছে তাঁরা। দ্বিতীয় ইনিংসে আমাদের বিষয়গুলোর দিকে বেশি নজর দিতে হবে।'


ব্যাটসম্যানদের শট নির্বাচনে আরও অধিক গুরুত্ব দিতে বলেছেন তিনি। তাঁর মতে, প্রথম ইনিংসে টাইগার স্পিনার তাইজুল ইসলামকে রীতিমতো উইকেট বিলিয়ে দিয়েছিলেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা।


'তাইজুল অনেকগুলো উইকেট নিয়েছে। কিন্তু আপনি যদি তাঁর উইকেটগুলো দেখেন, তাঁর বল কিন্তু খুব বেশি টার্ন করছিল না। তবে বলগুলো ভেতরের দিকে আসছিল। আমরা এটা নিয়ে কথা বলেছি। চতুর্থ দিনে বাজে কিছু বাজে বলও টার্ন করছিল।'


এছাড়া বরাবরের মতোই ম্যাচের প্রথম সেশনকে অধিক গুরুত্ব দিতে চান রাজপুত। ইতিবাচক মানসিকতাই রাখছেন সবকিছু মিলিয়ে। সংবাদ সম্মেলন ছেড়ে যাওয়ার আগে জানান,   



'ক্রিকেটে আপনি শতকরা হিসেব বিবেচনা করতে পারেন না। আমি মনে করি আপনার ইতিবাচক হতে হবে। প্রথম সেশন খুব গুরুত্বপূর্ণ। ওই সেশনে আমরা ভাল করতে পারলে বাকী দুই সেশনে খেলা সহজ হয়ে যাবে।'


উল্লেখ্য, ঢাকা টেস্ট জিততে হলে জিম্বাবুয়েকে শেষ দিনে করতে হবে ৩৬৭ রান, হাতে আছে আটটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball