promotional_ad

শেষ দিনে ঝলক দেখাতে চান মিরাজ

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেট টেস্টের মতো ঢাকা টেস্টেও দাপট দেখিয়ে চলেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। আরেক স্পিনার মেহেদী হাসানের পারফর্মেন্স বেশ ভাল হলেও তাইজুলের পারফর্মেন্স একটু বেশিই ভাল।  


তবে ঢাকা টেস্টের শেষ দিনে এই দৃশ্যপটের পরিবর্তন চান মেহেদি হাসান মিরাজ। ম্যাচের ফলাফলের আগের দিন গণমাধ্যমের সামনে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, 


'আমি তাঁর (তাইজুল) পাশাপাশি সাপোর্ট করছি। এখন দুইজনই যদি ভাল বোলিং করি তাহলে তো ওরা অল্প রানে আউট হয়ে যাবে। দিন শেষে খেলাটা ক্রিকেট, একজন ভাল করবে, একজন সাপোর্ট দিবে। 



promotional_ad

'কাল একটা ভাল সুযোগ আছে, আমার ও তাইজুল ভাইয়ের। ক্রিকেটারদের প্রতিটা উইকেটই সুযোগের মতন।'


এছাড়া তাইজুল ইসলামের প্রশংসা করে তিনি আরও জানান, 'সবসময় একদুই জন ভাল করে, ডোমিনেট করে। তাইজুল ভাই দারুন বোলিং করছে, প্রথম টেস্ট থেকেই। সে ভাল বোলিং করছে বলেই উইকেট গুলো ডিজারভ করে। কারণ ভাল জায়গায় বল করছে, ভাল উইকেট পাচ্ছে।


বিশেষ করে শেষদিনের উইকেট চিন্তায় একটু বেশিই নির্ভার তাইজুল। জিম্বাবুয়ে বড় কোন জুটি গড়লেও সেটা নিয়ে আক্ষেপ করতে চান না তিনি, বরঞ্চ ব্রেক থ্রু এনে দেওয়ার ভাবনা তাঁর।


'আপনারা দেখেছেন যে আজ একটা উইকেটের পর আরেকটা উইকেট পড়েছে। শেষ দিনের উইকেটই এমন। একটা জুটি হবে, ৫০-৬০ রান বা ১০-১৫ ওভারের, কিন্তু যখন একটা উইকেট পড়বে, তখন কিন্তু তিন-চারটা -পাঁচটা উইকেট চলে যাবে। 



'রিয়াদ ভাই - মুশফিক ভাই এটাই বলেছে, জুটি হলে প্যানিক হওয়ার কিছু নেই। শুধু ভাল জায়গায় বল করে যেতে হবে, একটা ব্রেক থ্রু আসলেই ওরা ব্যাক ফুটে চলে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball