promotional_ad

ইংল্যান্ডকে স্পিন ধাঁধায় ফেলতে চায় শ্রীলংকা

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক শ্রীলংকা এবং ইংল্যান্ড। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি।


ম্যাচের আগে কিছুটা নির্ভার সফরকারী দলের অধিনায়ক। সিরিজের প্রথম টেস্টে জিতে ০-১ ব্যবধানে এগিয়ে আছে তাঁরা। ম্যাচে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চান ইংল্যান্ড দলপতি।


'আমি দলের সবাই সহ ইতিবাচক থাকতে চাই। যদি ম্যাচের কোন অবস্থায় আমরা পিছিয়ে পড়ি, তাহলেও যেন আমরা প্রতিপক্ষ থেকে ম্যাচ বের করে নিতে পারি।'



promotional_ad

এদিকে ইনজুরির কারণে এই ম্যাচে লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল না খেলায় অধিনায়কত্ব করবেন দলের সিনিয়র ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল। স্পিন উইকেটেই প্রতিপক্ষকে কুপোকাত করতে চান তিনি।


'আমরা স্পিন বান্ধব একটি উইকেট চেয়েছি। আমার মনে হয় ওরকম একটি উইকেটে আমাদের সেটাই আশা করতে হবে।'


তবে শ্রীলংকার দুশ্চিন্তার কারণ দলের ব্যাটসম্যানদের অফফর্ম। টেস্টে ২০১৭ সালের শুরু থেকে এখন পর্যন্ত দিমুথ করুনারত্নে এবং দিনেশ চান্দিমাল ছাড়া দলের কোন ব্যাটসম্যানের গড় চল্লিশের উপরে নেই!


এটাই ভাবাচ্ছে লঙ্কানদের। অপরদিকে ইনজুরির কারণে এই ম্যাচেও খেলবেন না ইনফর্ম ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।



সম্ভাব্য একাদশঃ-


শ্রীলংকাঃ- কৌশল সিলভা, দিমুথ করুনারত্নে, রোশেন সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল (অধিনায়ক), আকিলা ধনঞ্জয়া, মালিন্দা পুস্পাকুমারা।


ইংল্যান্ডঃ- ররি বার্ন্স, কিটন জেনিংস, জশ বাটলার, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, বেন ফোকস (উইকেটরক্ষক), স্যাম কারান, আদিল রাশিদ, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball