সময়ের সঙ্গে উইকেট আরও খারাপ হবেঃ তাইজুল

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ঢাকা টেস্টের উইকেট নিয়ে প্রত্যাশা যদিও পূরণ হয়েছে দলের, তবে টেস্টের সময় ঢাকার উইকেট 'স্পিন স্বর্গে' পরিণত হতে যে সময় নেয়, তার চেয়ে এবার একটু বেশিই সময় নিচ্ছে বলে মনে করছেন স্পিনার তাইজুল ইসলাম।
তবে এখনও আশা হারাতে নারাজ ২৬ বছর বয়সী এই বাঁহাতি অর্থোডক্স। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট আরও বেশি স্পিনিং হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তিনি।

ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে জানান, 'আমরা প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি, তারপরও ওরা পার্টনারশিপ করছে। আমরা ওতটা হতাশ হইনি। তবে চতুর্থ ও পঞ্চম দিন তো আছেই।
'উইকেট যত সময় যাবে তত খারাপ হবে। উইকেট কুইক হয়নি। গতকাল শার্প টার্ন করছিল, কিন্তু আজ শার্প টার্ন ছিল না। ভাঙ্গায় পড়ে সচরাচর যেই শার্প টার্ন হয়, সেটা হয়নি।'
নিজের পারফর্মেন্স ও দলের অবস্থান- সব মিলিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই আছেন তাইজুল। ইতিবাচক মানসিকতাই রাখছেন ম্যাচে। জিম্বাবুয়েকে ফলো অনে ফেলবে নাকি বাংলাদেশ, এটা নিয়ে সিদ্ধান্ত না হলেও ইতিবাচক মানসিকতা দেখিয়েছেন তাইজুল।
'ভাল পারফর্মেন্স করলে প্রতিটা ক্রিকেটারের ভাল লাগে। তবে দলটা আগে। দলটা এখন ভাল অবস্থানে আছে।
'আমার কাছে মনে হয় আমরা ভাল অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা যাই করি না কেন (ফলো অন করি বা না করি) ভাল করলে ফলাফল ইতিবাচক হবে।'