আগামীকাল দেশে আসছে ক্যারিবিয়ানরা

ছবি: ওয়েস্ট ইন্ডিজ দল, সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি টুয়েন্টির সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে বুধবার বিকেল ৪টায় দেশে পা রাখবে তারা বলে জানা গেছে।
এরপর ঢাকা থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে ক্যারিবিয়ানরা। সেখানে আগামী ১৮ই নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাঁদের। প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেয়ার পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২শে নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং উইন্ডিজ।

সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ৩০শে নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। টেস্ট সিরিজের লড়াই শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আর এই সিরিজের আগে ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা।
সিরিজের প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ এবং ১১ই ডিসেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে। আর তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১৪ই ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের সূচি-
তারিখ | ভেন্যু | ম্যাচ |
১৮ই নভেম্বর | চিটাগাং | প্রস্তুতি ম্যাচ |
২২-২৬ শে নভেম্বর | চিটাগাং | প্রথম টেস্ট |
৩০শে নভেম্বর-৪ঠা ডিসেম্বর | ঢাকা | দ্বিতীয় টেস্ট |
৬ই ডিসেম্বর | ফতুল্লাহ | প্রস্তুতি ম্যাচ |
৯ই ডিসেম্বর | ঢাকা | প্রথম ওয়ানডে |
১১ই ডিসেম্বর | ঢাকা | দ্বিতীয় ওয়ানডে |
১৪ই ডিসেম্বর | সিলেট | তৃতীয় ওয়ানডে |
১৭ই ডিসেম্বর | সিলেট | প্রথম টি টুয়েন্টি |
২০শে ডিসেম্বর | ঢাকা | দ্বিতীয় টি টুয়েন্টি |
২২শে ডিসেম্বর | ঢাকা | তৃতীয় টি টুয়েন্টি |