সাকিব, এনামুলদের পাশে দাঁড়ানোর অপেক্ষায় তাইজুল

ছবি: তাইজুল ইসলাম

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ১১ উইকেট শিকারের পর ঢাকা টেস্টেও দারুণভাবে জ্বলে উঠেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।
এখন পর্যন্ত বল হাতে ৭২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি। আর মাত্র একটি উইকেট পেলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়বেন বাঁহাতি এই স্পিনার।

এর আগে টানা তিন ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল সাকিব আল হাসান এবং এনামুল হক জুনিয়রের। এবার তাইজুলও নাম লেখাতে যাচ্ছেন এই তালিকায়। সিলেট টেস্টের প্রথম দুই ইনিংসে যথাক্রমে ৬ এবং ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
উল্লেখ্য গত টেস্টেই ১১ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা এবং শাহাদাত হোসেনকে টপকে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তাইজুল ইসলাম। এখন পর্যন্ত তাঁর শিকার ২০টি টেস্টে ৮৪টি উইকেট।
বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারের তালিকা (টেস্ট)---
বোলার | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | উইকেট সংখ্যা | সেরা বোলিং | ইকোনমি রেট |
সাকিব আল হাসান | ২০০৭-২০১৮ | ৫৩ | ৮৯ | ১৯৬ | ৭/৩৬ | ৩.০০ |
মোহাম্মদ রফিক | ২০০০-২০০৮ | ৩৩ | ৪৮ | ১০০ | ৬/৭৭ | ২.৭৯ |
তাইজুল ইসলাম | ২০১৪-২০১৮ | ২০ | ৩৫ | ৮৪* | ৮/৩৯ | ৩.২০ |
মাশরাফি বিন মর্তুজা | ২০০১-২০০৯ | ৩৬ | ৫১ | ৭৮ | ৪/৬০ | ৩.২৪ |
শাহাদাত হোসেন | ২০০৫-২০১৫ | ৩৮ | ৬০ | ৭২ | ৬/২৭ | ৪.১৬ |