promotional_ad

ব্যাটিং ভাবাচ্ছে টাইগ্রেস অধিনায়ককে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে টি টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে মাত্র ৭৬ রান সংগ্রহ করে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। বরাবরের মত এদিনও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন দলের ব্যাটসম্যানেরা।


টাইগ্রেসদের পক্ষে এই ম্যাচে শুধুমাত্র ওপেনার আয়েশা খাতুন ছাড়া আর কেউই রান পাননি তেমন। আর এই বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনও। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর তিনি বলেছেন, 



promotional_ad

'আমরা এই ম্যাচে আগের (উইন্ডিজের বিপক্ষে) থেকে রান বেশি করতে পেরেছি। আয়েশা কিছু রান করেছে, কিন্তু অন্য ব্যাটসম্যানেরা তা পারেনি। আমাদের ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে।'


তবে ব্যাটিং নিয়ে অসন্তোষ থাকলেও বোলিংয়ে দারুণ পারফর্ম করেছিল টাইগ্রেসরা। দলীয় ৫১ রানের মাথায় ইংলিশদের ৩ উইকেট ফেলে দিয়েছিলেন সালমা ও খাদিজারা।


দ্রুত উইকেট নিতে পারাটাকেই তাই কিছুটা প্রাপ্তি হিসেবে দেখছেন টাইগ্রেস অধিনায়ক।শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ম্যাচে মাঠে নামার আগে ব্যাটিং নিয়ে আলোচনা করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। সালমা বলেন,  



'দলের বোলিং আসলেই দারুণ ছিল। আমি, রুমানা এবং জাহানারা ভাল বোলিং করেছি। তবে আমরা ব্যাটিংয়ে ভাল করিনি। শ্রীলঙ্কার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে এই ব্যাপারে কথা বলব এবং ব্যাটিংয়ের দিকে বেশি মনোযোগ দিব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball