promotional_ad

টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হল বাংলাদেশ

বাংলাদেশ নারী ক্রিকেট দল, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারী টি টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্বাগতিক উইন্ডিজদের কাছে ৬০ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ম্যাচে এসেও একই পরিণতি বরণ করে নিতে হয়েছে তাদের। ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত এই ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে সালমা বাহিনীকে। 


এদিন সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ৯ উইকেটে ৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগ্রেসরা।  


ইংলিশদের পক্ষে সবথেকে সফল ছিলেন বাঁহাতি স্পিনার কারস্টি গর্ডন। ৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। অপরদিকে ১টি করে উইকেট পেয়েছেন নাটালি স্কিভার, আনিয়া স্রুবসোল, লিনসে স্মিথ এবং সোফি একলেস্টোন।  


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন ওপেনার আয়েশা রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান এসেছে জাহানারা আলমের ব্যাট থেকে। এছাড়া দুই অঙ্কের ঘরে পা রাখতে পেরেছেন শুধুমাত্র রুমানা আহমেদ। যদিও মাত্র ১০ রান করেছেন তিনি। 


৭৭ রানের মামুলি এই লক্ষ্য ইংল্যান্ডের মত দলের পক্ষে টপকান খুব একটা কঠিন ছিল না অবশ্যই। যদিও বৃষ্টির কারণে কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছিল তারা। বাংলাদেশের ইনিংস শেষে বৃষ্টি বাগড়া দিলে ইংলিশদের সামনে নতুন লক্ষ্য নির্ধারিত হয়েছিল ১৬ ওভারে ৬৪ রান।


নতুন এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩ রানের মাথায় দুই উইকেট হারালেও উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যামি জোনস এবং অলরাউন্ডার নাটালি স্কিভারের ব্যাটে ৭ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। জোনস ২৪ বলে ২৮ এবং স্কিভার ১৭ বলে ২৩ রান করেন। 



promotional_ad

বাংলাদেশের হয়ে ৩ ওভার বোলিং করে ১৭ রানে ২ উইকেট নিয়েছেন অধিনায়ক সালমা খাতুন। আর ১৩ রান খরচায় ১ উইকেট নিয়েছেন আরেক স্পিনার খাদিজা তুল কুবরা। ৪ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ বাঁহাতি স্পিনার ক্রিস্টি গর্ডন।


বাংলাদেশ একাদশ- 


শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, লতা মন্ডল, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সালমা খাতুন (অধিনায়ক), খাদিজা তুল কুবরা। 


ইংল্যান্ড একাদশ-


ড্যানিয়েল ওয়াট, ট্যামি বিউমন্ট, অ্যামি জোনস (উইকেটরক্ষক), নাটালি স্পিভার, হেদার নাইট (অধিনায়ক), লরেন উইনফিল্ড, আনিয়া স্রুবসোল, সোফিয়া ডাঙ্কলে, সোফি একলেস্টোন, লিনসে স্মিথ, ক্রিস্টি গর্ডন। 


সংক্ষিপ্ত স্কোর- 


টস- ইংল্যান্ড (ফিল্ডিং)



বাংলাদেশ- ৭৬/৯ (২০ ওভার) (আয়েশা-৩৯, জাহানারা-১২) (গর্ডন- ৩/১৬, স্কিভার- ১/৭) 


ইংল্যান্ড- ৬৪/৩ (বৃষ্টি আইন) (৯.৩ ওভার) (জোনস-২৮, স্কিভার-২৩) (সালমা-২/১৭, খাদিজা-১/১৩)


ফলাফল- ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী (৩৯ বল হাতে রেখে)


ম্যাচ সেরা- ক্রিস্টি গর্ডন



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball