নতুন অধিনায়ক পাচ্ছে শ্রীলংকা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে কুঁচকির ইনজুরিতে পড়ায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালের। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিবেন সিনিয়র ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল।
জানা গেছে কুঁচকির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে চান্দিমালের। ফলে সিরিজের তৃতীয় টেস্টেও চান্দিমালের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
অবশ্য আগেই জানা গিয়েছিলো চান্দিমালের ইনজুরির খবর। এমন খবর গণমাধ্যমের সামনে জানিয়েছিলেন লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। প্রথম টেস্টের পরে তিনি বলেছিলেন,

'চান্দিমালের ইনজুরি সারতে ১৪ দিনের মতো সময় লাগবে। শতভাগ ফিট না হলে তাঁকে আমরা একাদশে রাখব না। সেক্ষেত্রে আমাদের বদলি ক্রিকেটারকে মাঠে নামাতে হবে।'
এদিকে তাঁর জায়গায় স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে চারিথ আসালঙ্কা নামক ব্যাটসম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আক্রমণাত্মক ৬৮ রান করেছিলেন আসালঙ্কা। একারণেই দলে জায়গা মিলছে তাঁর।
১৪ই নভেম্বর পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে লড়বে শ্রীলংকা-ইংল্যান্ড। ২৩ই নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলম্বোতে।