অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত ধনঞ্জয়া

ছবি: ছবিঃ এপি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে হারের পরে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন লঙ্কান অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাত্র ২ টি উইকেট নিয়েছেন তিনি। তাতেই আম্পায়ারদের মনে হয়েছে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহজনক।
তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং করতে কোনো বাঁধা থাকছে না। আইসিসি জানিয়েছে, ধনঞ্জয়াকে ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর। এই ম্যাচের দলে থাকলে তার খেলতে কোনো বাঁধা নেই। এদিকে শ্রীলঙ্কা দলের স্পিন বোলিং কাণ্ডারি রঙ্গনা হেরাথ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বিদায় নিয়েছেন।
ফলে নিজেকে প্রমাণ করার জন্য দারুণ একটা সুযোগ পাচ্ছেন ধনঞ্জয়া। তিন ফরম্যাটের ক্রিকেটেই তিনি দারুণ বোলিং করছেন সম্প্রতি। জুটি বেঁধেছেন আরেক স্পিনার দিলরুয়ান পেরেরার সাথে।
এখন দেখার বিষয়, অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তিনি। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১৬টি টি-২০ ম্যাচ খেলেছেন ধনঞ্জয়া।
তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার ৬ বছরের হলেও সাদা পোষাকের ক্রিকেটে তার অভিষেক হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। এরই মধ্যে নিজেকে প্রমাণ করে ফেলেছেন তিনি। বল হাতে নিয়েছেন ১৯টি উইকেট।