promotional_ad

জিম্বাবুয়ে শিবিরে প্রশংসিত মমিনুল-মুশফিক

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুরের উইকেটে শুরু থেকেই ছিল পেসারদের দাপট। কিন্তু তারপরেও শুরুর ধাক্কা সামলে চমৎকারভাবে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম। ম্যাচের দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিতে কোন অংশেই ভুল করেননি জিম্বাবুয়ে পেসার কাইল জারভিস। 


'আমি ভেবেছি সকালে মাঠ কিছুটা আদ্র ছিল। পেসারদের সামলানো কিছুটা কষ্টের কাজও ছিল। মমিনুল এবং মুশফিকুরকে কৃতিত্ব দিতেই হয়। তাঁরা খুব বুঝে শুনে ব্যাট করেছে এবং দুর্দান্ত খেলেছে। তাঁদের কৃতিত্ব দেওয়ার আরেকটি কারণ, আজ শুরুতেই ৫-৬ উইকেট যেতে পারতো।' 



promotional_ad

সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের দলের এই পেসার অকপটে স্বীকার করে নিয়েছেন নিজেদের ব্যর্থতা। উইকেট থেকে পর্যাপ্ত সুবিধা পেলেও দিনের বড় একটি সময় পর্যন্ত টাইগার ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেনি জিম্বাবুয়ে বোলাররা।


উপরন্তু তাঁদের বোলিংকে পাত্তা না দিয়ে সেঞ্চুরি করেছেন মমিনুল-মুশফিক দুজনেই। নিজ দলের বোলারদের ব্যর্থতার দায়ভার স্বীকার করার সময় জারভিস জানান,


'অবশ্য শুধু সকালে না, উইকেট পেসারদের সহায়তা করেছিল পুরো দিনেই। তাঁরা সত্যিকার অর্থেই ভাল করেছে। তবে মাঝের তিন ঘণ্টায় আমরা একেবারেই ভাল বল করতে পারিনি। এমন একটা উইকেট পেয়েও আমরা তাঁদের রান করার সুযোগ করে দিয়েছি।



'ওই সেশনে আমরা ভাল খেলিনি। আমরা প্রথম ঘণ্টায় জিতেছি, কিন্তু তাঁরা শেষ ঘণ্টা পর্যন্ত জিতে নিয়েছে। তাঁরা দিনের বেশিরভাগ জিতেছে, শুধু প্রথমে আর সম্ভবত শেষে জিততে পারেনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball