অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ জিতল আফ্রিকা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্কোরঃ
দক্ষিণ আফ্রিকাঃ
৩২০/৫ (মিলার ১৩৯, ডু প্লেসিস ১২৫), (মিচেল স্টার্ক ৫৩/২)
অস্ট্রেলিয়াঃ

২৮০/৯ (শন মার্শ ১০৬, মার্কাস স্টয়নিস ৬৩), (স্টেইন ৪৫/৩, রাবাদা ৪০/৩)
ফলাফলঃ দক্ষিণ আফ্রিকা ৪০ রানে জয়ী, সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে
হোবার্টে সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। এদিন ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিদের ইনিংস থেমেছে ৯ উইকেটে ২৮০ রান নিয়ে।
শন মার্শ এবং মার্কাস স্টয়নিস ছাড়া আর কোন অজি ব্যাটসম্যান দলের পক্ষে বড় স্কোর গড়তে পারেন নি। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে মার্শ থেমেছেন ১০৬ রানে। আর মার্কাস স্টয়নিস ফিরেছেন ৬৩ রান করে।
দক্ষিণ আফ্রিকার হয়ে অজি ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন দুই পেসার কাগিসো রাবাদা এবং ডেল স্টেইন। দুজনই তিনটি করে উইকেট নিয়েছেন দলের পক্ষে।
এর আগে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ৫৫ রান যোগ করতেই ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এরপর ডেভিড মিলার এবং ফাফ ডু প্লেসিস মিলে দলের হাল ধরেন। ২৫২ রানের জুটি গড়েন দুজন।
ফাফ ডু প্লেসিস ১২৫ রান করে বিদায় নিলে ব্যক্তিগত ১৩৯ রানে ইনিংসের শেষ ওভারে আউট হন মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক এবং মার্কাস স্টয়নিস নেন ২টি করে উইকেট।