মাঠেই বুঝেছি, কেন মুশফিক সেরাঃ মমিনুল

ছবি: মমিনুল হক

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে আশানুরুপ পারফর্ম করতে না পারা মমিনুল হক ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেছে ১৬১ রানের দারুণ দায়িত্বশীল একটি ইনিংস। তবে মমিনুলের এই ইনিংসটির পেছনে শুধু তাঁর একার অবদান নেই, বরং টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমেরও অবদান রয়েছে অনেকখানি।
কারণ উইকেটে একসাথে ব্যাটিং করার সময় মমিনুলকে নানাভাবে উপদেশ দিয়ে সাহায্য করেছেন অভিজ্ঞ মুশিই। শুধু তাই নয়, ব্যাটিংয়ের সময় প্রতি মুহূর্তে সাহসও জুগিয়ে গিয়েছেন তিনি। টাইগার উইকেটরক্ষকের সাথে ২৬৬ রানের জুটি গড়ার সময় বেশ ভালভাবেই মমিনুল বুঝতে পেরেছেন সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে কেন মুশফিককে বিবেচনা করা হয় সর্বদা। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মমিনুল নিজেই জানিয়েছেন এমনটা। বলেছেন,

'আমার ক্ষেত্রে মুশফিক ভাই খুব সাহায্য করেছে। তিনি আমাকে ভাল গাইড করেছেন। আমি মাঠে অনুভব করেছি কেন সে বাংলাদেশের সেরা পাঁচ ক্রিকেটারের একজন। মাঠে খেলার সময় এই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছে।'
উইকেটে ধৈর্যশীল হয়ে টিকে থাকা এবং দায়িত্ব নিয়ে ব্যাটিং করার দিক থেকে মমিনুলকে অনেকটাই সাহায্য করেছেন মুশফিক। সেই কথা অবশ্য অকপটে স্বীকার করতে দ্বিধা করলেন না টাইগার 'লিটল মাস্টার।' তাঁর ভাষ্যমতে,
'ওনার কিছু কিছু উপদেশ, গাইডেন্স এত ভাল ছিল, আমাকে ব্যাটিংয়ের সময় অনেক সাহায্য করেছে। ওনার সাহায্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার ইনিংসে।'
উল্লেখ্য ঢাকা টেস্টের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ২৬ রানের মাথায় ৩ উইকেটে পড়ে গিয়েছিল বাংলাদেশের। এরপরেই ব্যাট হাতে দাঁড়িয়ে যান মুশফিক এবং মমিনুল।
এই দুই ব্যাটসম্যান জুটি গড়েন ২৬৬ রানের। আর এতে শুধু দলকে বিপর্যয়মুক্তই করেননি তাঁরা, পাশাপাশি শক্ত একটি ভিতও গড়ে দিয়েছেন। দিন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩০৩ রান।