র্যাঙ্কিংয়ে ভরাডুবি মাহমুদুল্লাহদের, উন্নতি তাইজুলের

ছবি: তাইজুল ইসলাম

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ আটটি টেস্ট ইনিংসে ২০০ রানও ছুঁতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটসম্যানদের টানা ব্যর্থতার প্রতিফলন দেখা গিয়েছে আইসিসি প্রকাশিত ব্যাটসম্যান টেস্ট র্যাঙ্কিংয়েও!
ব্যাটসম্যানদের টেস্ট র্যাকিংয়ে আগে ৬৪তম স্থানে ছিলেন ভারপ্রাপ্ত টেস্ট দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। এবার সরাসরি ৭৪ তম স্থানে নেমে গিয়েছেন তিনি।

এছাড়াও অবনমন হয়েছে মুশফিকুর রহিমের। আগে ২৯তম স্থানে থাকলেও মুশফিকের বর্তমান অবস্থান তিন ধাপ পিছিয়ে ৩২তম স্থানে। অথচ টাইগারদের টেস্ট দলে অন্যতম ভরসার নাম মুশফিক।
টেস্ট স্পেশালিষ্ট হিসেবেই খেলতে দেখা যায় মমিনুল হককে। তিনিও নয় ধাপ পিছিয়ে গিয়েছেন! সিলেটে দুই ইনিংসেই ব্যর্থ হওয়ার পরে তাঁর বর্তমান অবস্থান ৪৪তম স্থানে.
এছাড়া এই সিরিজে না খেলা সাকিব আল হাসানের অবস্থান ২০তম স্থানে। ৩০ নম্বরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান। অলরাউন্ডারের র্যাঙ্কিংয়েও এক নম্বরে চলতি সিরিজ মিস করা সাকিব।
তবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তাইজুল ইসলাম। পাঁচ ধাপ এগিয়ে র্যাকিংয়ে ৩১তম স্থানে আছেন তিনি। আরেক স্পিনার মেহেদী মিরাজ অবশ্য একধাপ পিছিয়ে গিয়েছেন (৩৬ নম্বর)।