সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরছেন ইমাম?

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতে ১-১ ব্যবধানে সমতায় ফিরে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান দল। দুবাইতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে তাঁরা।
অবশ্য কেন উইলিয়ামসন- রস টেইলরের নিউজিল্যান্ডকে হারানো এতোটা সহজও নয় পাকিস্তানের জন্য। কেননা দ্বিপাক্ষিক সিরিজের নির্ধারনী ম্যাচ গুলোতে পাক দলের পারফরমেন্স আশাব্যঞ্জক নয়।

ওয়ানডে এবং টি-টুয়েন্টি মিলিয়ে ২০০৩ সালের পরে পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে ১৫ টি সিরিজ নির্ধারণী ম্যাচ খেলেছে। জিতেছে মাত্র তিনটিতে! হেরেছে ১২ টি ম্যাচে।
তবে রবিবার দিন দুবাইতে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে এক দিক দিয়ে দুশ্চিন্তা কমেছে পাকিস্তানের। ইনজুরি অতোটা জটিল নয় পাক ওপেনার ইমাম উল হকের।
সিরিজ নির্ধারণী ম্যাচে খেলবেন গত শুক্রবার লকি ফার্গুসনের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়া এই ক্রিকেটার। অপরদিকে পূর্ণশক্তির দল নিয়েই খেলবেন উইলিয়ামসনরা।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহীন আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): কলিন মুনরো, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকলস, জর্জ ওয়ার্কার, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।