কাল মনোয়নপত্র নিবেন মাশরাফি, সাকিব!

ছবি: মাশরাফি ও সাকিব

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সবকিছু ঠিক থাকলে আগামী একাদশতম নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন তাঁরা। আর এই লক্ষ্যে আগামীকাল সকালে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন সাকিব ও মাশরাফি।

এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন সাকিব ও মাশরাফির সাথে নাকি ফোনেও কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে জানা গেছে। এই প্রসঙ্গে আবু নাসের সাংবাদিকদের আজ বলেন,
'মাশরাফি এবং সাকিব আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ফোনে কথা বলেছেন। তাঁরা নড়াইল এবং মাগুরার হয়ে নোমিনেশন ফর্ম সংগ্রহ করবেন।'
তবে আবু নাসের বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত মুখ খোলেননি স্বয়ং সাকিব ও মাশরাফি। ধারণা করা যাচ্ছে শীঘ্রই এই বিষয়ে জানাবেন তাঁরা।
উল্লেখ্য এর আগে ২০১৩ সালেও সাকিবের রাজনীতিতে যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন।