promotional_ad

গ্লানি ভোলার উপলক্ষ নাকি সিরিজ হার?

বাংলাদেশ টেস্ট দল, বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেট টেস্টে ১৫১ রানের দারুণ একটি জয়ের পর বর্তমানে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সফরকারী জিম্বাবুয়ে। দীর্ঘ ১১টি মাস পর টেস্ট খেলতে নেমে এরূপ জয় স্বাভাবিকভাবেই উজ্জীবিত করছে তাদের।


সুতরাং মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে পাদপ্রদীপের আলোর অনেকটা জুড়েই থাকছে জিম্বাবুইয়ানরা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় টাইগারদের মুখোমুখি হচ্ছে তারা।


জিম্বাবুয়ের মিশন যেমন সিরিজ জয়, তেমনি বাংলাদেশের লক্ষ্য হল সিরিজ ড্র করা। এই ম্যাচে বড় ব্যবধানে জয়ই একমাত্র পারবে তাদের সিলেট টেস্টের গ্লানি ভুলিয়ে দিতে। এই লক্ষ্যে কতটা সফল হয় মাহমুদুল্লাহ বাহিনী সেটাই এখন দেখার বিষয়।    


এদিকে আগামীকালের ম্যাচটির বাংলাদেশ একাদশে যে কিছু পরিবর্তন আসছে তা অনেকটা নিশ্চিত করেই বলা যাচ্ছে। প্রথম টেস্টে মাত্র এক পেসার নিয়ে খেলার কারণে বেশ সমালোচনার মুখেই পড়তে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে।


ঢাকা টেস্টে তাই সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। যদিও উইকেটের অবস্থা বিবেচনা করেই সাজানো হবে দল। তবে এই ম্যাচে সুযোগ দেয়া হতে পারে ২৬ বছর বয়সী ডান হাতি পেসার খালেদ আহমেদকে। 


এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০টি ম্যাচে ৪৮টি উইকেট শিকার করা এই বোলার লিস্ট 'এ' ক্রিকেটেও ঝলক দেখিয়েছেন। ২২টি লিস্ট 'এ' ম্যাচে ৩৪টি উইকেটও শিকার করেছেন তিনি। 


তবে প্রথম ম্যাচে ব্যাট হাতে দুই ইনিংসেই নিস্প্রভ থাকা নাজমুল হোসেন শান্তর পরিবর্তে দলে আসতে পারেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মিথুন কুমার দাস। অপরদিকে সিলেট টেস্টে দারুণ একটি জয়ের পর মিরপুরে অপরিবর্তিত একাদশ নিয়েই নামার সম্ভাবনা আছে সফরকারী জিম্বাবুয়ের।


মুখোমুখি-


সিলেট টেস্টটি সহ এখন পর্যন্ত মোট ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তবে এর মধ্যে জয়ের পাল্লাটি ভারি জিম্বাবুয়ের দিকেই। ৭টি ম্যাচে জয় পেয়েছে তাঁরা টাইগারদের বিপক্ষে। অপরদিকে ৫টিতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ এবং ৩টি ম্যাচ ড্র হয়েছে। 



promotional_ad

পিচ এবং কন্ডিশনঃ 


সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে ২১৫ রানে বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে সেবারও যথারীতি দারুণ পারফর্ম করেছিলেন স্পিনাররা।


প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাক এবং তাইজুল ইসলাম মিলে প্রতিপক্ষের ৮টি উইকেট তুলে নিয়েছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট শিকার করেন তাইজুল। সুতরাং আগামীকালও যে মিরপুরের উইকেট থেকে স্পিনাররা সুবিধা পেতে যাচ্ছেন তা ধারণা করা যেতেই পারে। 


আবহাওয়া-


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল ঢাকার আকাশ সকালের দিকে কিছুটা কুয়াশাচ্ছন্ন থাকবে। তবে দিন গড়ানোর সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে উঠবে বলে ধারণা করা যাচ্ছে।  


নজর থাকবে যাদের ওপরঃ


বাংলাদেশ- 


আরিফুল হক- গত ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে ২৫ বছর বয়সী অলরাউন্ডার আরিফুল হকের। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার অবশ্য প্রথম ম্যাচেই নিজের জাত চেনাতে ভুল করেননি। প্রথম ইনিংসে ৪১ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে করেন ৩৮ রান। 


বলাই বাহুল্য যে এই দুই ইনিংসেই বেশ দায়িত্বশীলতার পরিচয় দেখিয়েছিলেন আরিফুল। তবে ইনিংস লম্বা করার আক্ষেপ হয়তো যথেষ্টই পুড়িয়েছে তাঁকে। আর সেই কারণেই দ্বিতীয় টেস্টে তিনি চাইবেন আরও দায়িত্ব নিয়ে খেলে উইকেটে টিকে থাকতে। 


তাইজুল ইসলাম- সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে ভেলকি দেখিয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন তিনি। আর এরই সাথে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় মাশরাফি বিন মর্তুজাকেও ছাড়িয়ে যান তাইজুল।  



জিম্বাবুয়ে শিবিরে ধ্বস নামানো এই স্পিনারের দিকে মিরপুর টেস্টেও চেয়ে থাকবে দল নিঃসন্দেহে। সিলেট টেস্টটি সহ এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন তাইজুল। যেখানে মাত্র ২.৭৩ ইকোনমি রেটে তাঁর শিকার ২৮টি উইকেট। 
জিম্বাবুয়ে- 


শন উইলিয়ামস- সিলেট টেস্টে জিম্বাবুয়েকে শক্ত একটি ভিত এনে দেয়ার মূল নায়ক ছিলেন জিম্বাবুইয়ান মিডল অর্ডার ব্যাটসম্যান শন উইলিয়ামস। প্রথম ইনিংসে তাঁর দারুণ ব্যাটিংয়ের কল্যাণেই ২৮৮ রানের পুঁজি পেয়েছিল সফরকারীরা।


আর উইলিয়ামস খেলেছিলেন ৮৮ রানের দায়িত্বশীল একটি ইনিংস। এরই সুবাদে ম্যাচ সেরার পুরষ্কারটিও উঠেছিল তাঁর হাতে। এবারও তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে শুধু সিলেট টেস্টেই খেলেছেন উইলিয়ামস। আর এই ম্যাচেই নিজেকে চিনিয়েছেন তিনি। 


ব্র্যান্ডন মাভুটা- জিম্বাবুয়ের এই পেসারের অভিষেক হয়েছে গত ম্যাচ???ই। আর নিজের প্রথম ম্যাচেই দারুণ বোলিং করেছেন তিনি। প্রথম ইনিংসে ২৭ রানে উইকেটশুন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। পাশাপাশি দলের জয়ে মুখ্য ভূমিকাও পালন করেন ২১ বছর বয়সী এই তরুণ। 


বাংলাদেশ স্কোয়াড-


মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও আবু জায়েদ।


জিম্বাবুয়ে স্কোয়াড- 


হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চেরি, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, জন নিম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপফু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball