উইন্ডিজ দলপতির প্রশংসা পেলেন টাইগ্রেস বোলাররা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হার দিয়ে নারী বিশ্বকাপের মিশন শুরু করলেও উইন্ডিজ দলপতি স্টেফানি টেইলরের প্রশংসা পেয়েছেন টাইগ্রেস বোলাররা। উইন্ডিজ এই দলপতির চোখে বাংলাদেশ অসাধারণ বোলিং করেছে।
টাইগ্রেস বোলাররা দ্রুত উইকেট শিকার করতে সক্ষম হয়েছে বলেই তাঁরা ব্যাকফুটে চলে গিয়েছিল। সেই সঙ্গে তাঁর দলের ব্যাটসম্যানরা ভুল শট খেলেও উইকেট দিয়ে এসেছে।

তাঁর পারফর্মেন্সে অনেকেই হতাশ হয়েছে বলে মনে করেন এই উইন্ডিজ দলপতি। তবে দলের বোলাররা শেষ পর্যন্ত তাঁকে হতাশ করে নি বলে খুশি টেইলর।
'বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতেই হবে তাঁদের বোলিংয়ের জন্য। তাঁরা অসাধারণ বোলিং করেছে। তাঁরা দ্রুতই উইকেট শিকার করেছে। আমি মাঠে গিয়ে আমার নিজের জন্য চিন্তা না করে একটি প্রতিযোগিতামূলক সংগ্রহ দাঁড় করার দিকে মন দিয়েছিলাম।
আমার মনে হয় অনেকেই হয়ত ম্যাচের মাঝপথে হার্ট অ্যাটাক করত। ব্যাটিং পারফর্মেন্স একেবারেই ভাল হয়নি। তবে একটি ব্যাপার ভাল যে আমরা দ্বিতীয় ভাগে ফিরে এসেছিলাম এবং খেলা শেষ করতে পেরেছি।'
ম্যাচ হারলেও এদিন বাংলাদেশের পক্ষে বল হাতে নজরকাড়া পারফর্মেন্স করেছেন পেসার জাহানারা আলম। ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই পেসার। পাশাপাশি লেগ স্পিনার রুমানা আহমেদও নিয়েছেন ২টি উইকেট।