ব্যাটসম্যানদের দুষছেন টাইগ্রেস দলপতি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লজ্জাজনক হার দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে প্রথম ম্যাচে এই হারের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দুষেছেন দলপতি সালমা খাতুন।
তাঁর মতে, ১০৭ রানের লক্ষ্য তাড়া করার মতো দল তাঁরা। লক্ষ্যটা তাঁদের নাগালেই ছিল কিন্তু ব্যাটসম্যানদের পারফর্মেন্স হতাশ করেছে তাঁকে।

তবে সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে তাঁর দলের। অধিনায়কের বিশ্বাস পরের ম্যাচ গুলোতে ভালো করার মতো সামর্থ্য আছে তাঁর দলের।
'১০৭ রানের লক্ষ্যটা আমাদের তাড়া করা উচিত ছিল। কিন্তু দলের ব্যাটসম্যানরা হতাশ করেছে। আরও উন্নতি করতে হবে পরের ম্যাচের আগে। আমার বিশ্বাস আমরা পারব।'
এদিকে অধিনায়কের চাওয়া ছিল প্রথমে বোলিং করে প্রতিপক্ষকে অল্পতে আটকে দেয়া। তাঁর চাওয়া মতোই হয়েছে সব। কিন্তু ব্যাটসম্যানরা তাঁদের সেরাটা দিতে পারেনি বলে ফলাফল টাইগ্রেসদের পক্ষে যায়নি।
ব্যাটসম্যানরা হতাশ করলেও দলের বোলারদের পারফর্মেন্সে খুশি অধিনায়ক সালমা। সেই সঙ্গে জাহানারার পারফর্মেন্সের প্রশংশা করেছেন টাইগ্রেস অধিনায়ক।
'আমরা প্রথমে বোলিংই করতে চেয়েছিলাম। ভালোই করেছে দল বোলিংয়ে। কিন্তু ব্যাটসম্যানরা তাঁদের সেরাটা দিতে পারেনি বলেই ম্যাচে হেরেছি আমরা। উইন্ডিজরা ভালো দল।
বোলিং এবং ফিল্ডিং নিয়ে আমি খুশি, সবাই ভালো করেছে। যদি ভালো ব্যাট করতাম তাহলে ম্যাচ জিততেও পারতাম। জাহানারা ভালো করেছে বোলিংয়ে। সবাই ভালো করেছে, বোলিং নিয়ে আমি সন্তুষ্ট।'