লজ্জার হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

বাংলাদেশ নারী ক্রিকেট দল, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরাজয় দিয়েই টি টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে হল বাংলাদসেহ নারী ক্রিকেট দলকে। নিজেদের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে ৬০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে তারা।


ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেয়া মাত্র ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানে অলআউট হয়েছে সালমা খাতুনের দল। এরই সাথে টি টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবথেকে কম রানে গুঁটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে টাইগ্রেসরা। 


এদিন গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সালমা। এরপর অবশ্য বোলাররা তাঁদের কাজটি ভালভাবেই সম্পন্ন করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ বোলিং করে তাঁদেরকে অল্প রানেই আটকে রেখেছিলেন তাঁরা। 


টাইগ্রেসদের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন জাহানারা আলম এবং রুমানা আহমেদ। ৪ ওভার বোলিং করে মাত্র ২৩ রান খরচায়৩ উইকেট তুলে নিয়েছিলেন জাহানারা। অপরদিকে ১৬ রানে ২ উইকেট নিয়ে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন রুমানা। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন অধিনায়ক সালমা এবং অফ স্পিনার খাদিজা তুল কুবরা। 


বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেইলর এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান কাইসিয়া নাইট ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। টেইলর ৪৪ বলে ২৯ রানের একটি কার্যকরী ইনিংস খেলেছেন। অপরদিকে নাইটের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। 


promotional_ad

মাত্র ১০৭ রানের লক্ষ্যে খেলতে নামার পর অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হয়েছে সালমা বাহিনীকে। ক্যারিবিয়ানদের সামনে দলের পক্ষে একজন ব্যাটসম্যানও দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেননি! সর্বোচ্চ ৮ রান এসেছে ফারজানা হকের ব্যাট থেকে।


বাংলাদেশ শিবিরে ধ্বস নামানোর কাজটির মূলে ছিলেন ডান হাতি পেসার দিয়ান্দ্রা ডোটিন। ১.৩৬ ইকোনমি রেটে বোলিং করে ৫ রানে একাই ৫টি উইকেট শিকার করেছেন ২৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান। আরেক ডানহাতি পেসার শাকিরা সেলমান নিয়েছে ১২ রানে ২ উইকেট। 


বাংলাদেশ একাদশ-


শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, জাহানারা আলম, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সানজিদা ইসলাম, লতা মন্ডল, ফাহিমা খাতুন, সালমা খাতুন (অধিনায়ক), খাদিজা তুল কুবরা।  


উইন্ডিজ একাদশ- 


হেলি ম্যাথিউস,  দিয়ান্দ্রা ডোটিন, শিমেইন ক্যাম্পবেল,  স্টেফানি টেইলর (অধিনায়ক), ব্রিটনি কুপার, নাতাশা ম্যাকলিন, কাইসিয়া নাইট (উইকেটরক্ষক), আনিসা মোহাম্মদ, অ্যাফি ফ্লেচার, শাকিরা সেলমান, শামিলিয়া কোনেল। 


সংক্ষিপ্ত স্কোর- 


টস- বাংলাদেশ (ফিল্ডিং) 


উইন্ডিজ- ১০৬/৮ (২০ ওভার) (নাইট- ৩২, টেইলর- ২৯), (জাহানারা-৩/২৩, রুমান- ২/১৬) 


বাংলাদেশ- ৪৬/১০  (ফারজানা- ৮, আয়েশা- ৬), (ডোটিন-৫/৫, সেলমান-২/১২) 


ফলাফল- উইন্ডিজ ৬০ রানে বিজয়ী 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball