ইমামের ইনজুরির দিনে সিরিজ সমতায় পাকিস্তান

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুবাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে পাকিস্তান। প্রথমে শাহিন শাহ আফ্রিদির বোলিং এবং এরপরে ফখর জামান ও বাবর আজমদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ছয় উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁরা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে কিউইদের সংগ্রহ ছিল ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২০৯ রান। কিন্তু ৫৭ বল এবং ছয় উইকেট হাতে রেখেই এই লক্ষ্য টপকে যায় পাকিস্তান।
পাকিস্তানের হয়ে এদিনে ১১ টি চারে ৮৮ রান করেন ওপেনার ফখর জামান। বাবর আজম করেন ৪৬ রান। এদিনে ওপেনার ইমাম উল হক ১৬ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন।

ইনিংসের ১৩তম ওভারে কিউই পেসার লকি ফার্গুসনের বাউন্সারে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এক্স-রে করানোর উদ্দেশ্যে এরপরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় বলে জানা গিয়েছে।
পাকিস্তানের হয়ে ফিনিশিংয়ের কাজটুকু করেছেন মোহাম্মদ হাফিজ (২৩*)। তাঁকে সঙ্গ দিয়েছিলেন শোয়েব মালিক (১০) এবং সরফরাজ আহমেদ (১৩)। নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নিয়েছেন লকি ফার্গুসন।
এর আগে ব্যাট করতে নামা কিউইদের ৭৪ রানের মধ্যেই তিন উইকেটের পতন হয়। এরপরে হাল ধরেন রস টেইলর এবং হেনরি নিকলস। নিকলস করেন ৩৩ রান।
টেইলরের ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কায় ৮৬ রান। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেন জর্জ ওয়ার্কার (২৮)। পাকিস্তানের হয়ে চারটি উইকেট লাভ করেন শাহিন শাহ আফ্রিদি।
সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ডঃ- ২০৯/৯ (৫০ ওভার)
(টেইলর ৮৬, নিকলস ৩৩; আফ্রিদি ৪/৩৮)
পাকিস্তানঃ- ২১২/৪ (৪০.৩ ওভার)
(ফখর ৮৮, বাবর ৪৬; ফার্গুসন ৩/৬০)
ফলাফলঃ- পাকিস্তান ছয় উইকেটে জয়ী
সিরিজঃ- তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে পাকিস্তান ১, নিউজিল্যান্ড ১