লঙ্কান শিবিরে ইনজুরির হানা

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়ক দীনেশ চান্দিমালের। গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন তিনি।
জানা গেছে এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে তাঁর। ফলে বুধবার অনুষ্ঠিতব্য পাল্লেকেলে টেস্টে চান্দিমালের খেলাটা অনেকটাই অনিশ্চিত বলে ধারণা করা যাচ্ছে।

'চান্দিমালের ইনজুরি সারতে ১৪ দিনের মতো সময় লাগবে। শতভাগ ফিট না হলে তাঁকে আমরা একাদশে রাখব না। সেক্ষেত্রে আমাদের বদলি ক্রিকেটারকে মাঠে নামাতে হবে।'
এমন সংবাদ গণমাধ্যমের সামনে জানিয়েছেন লঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। বুধবারের আগেই অবশ্য চান্দিমালের ইনজুরি সারিয়ে তোলার সব ধরণের প্রস্তুতি নিয়েছে লঙ্কান ম্যানেজমেন্ট।
তবে শতভাগ ফিট না হলে এই টেস্টে তাঁকে দেখা যাবে না। তাঁর জায়গায় দেখা যেতে পারে কুশল পেরেরা এবং লাহিরু থিরিমান্নেকে। এই ম্যাচটিতে শেষপর্যন্ত চান্দিমাল যদি খেলতে না পারেন তাহলের লঙ্কান দলের অধিনায়কত্ব করবেন দলের সিনিয়র ফাস্ট বোলার সুরাঙ্গা লাকমল।