আমরা নির্ভার ক্রিকেট খেলব- আঞ্জু জাইন

আঞ্জু জাইন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই নারী টি টুয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে সালমা খাতুনের বাংলাদেশ। তবে এই ম্যাচে বাংলাদেশের ওপর নয়, বরং স্বাগতিক উইন্ডিজদের ওপরেই বেশি চাপ থাকবে বলে মনে করছেন টাইগ্রেস দলের ভারতীয় কোচ আঞ্জু জাইন।  


গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির আগের দিন নারী দলের কোচ জানিয়েছেন চ্যাম্পিয়ন দল হওয়ায় চাপে থাকবে ক্যারিবিয়ানরাই। এক্ষেত্রে নিজেদের স্বাভাবিক খেলাটাই যতটা সম্ভব খেলতে চাইবে টাইগ্রেসরা বলে উল্লেখ করেছেন তিনি, 


promotional_ad

'ওরা (উইন্ডিজ) চ্যাম্পিয়ন দল। চাপ তাদের ওপর থাকবে, আমাদের ওপর না। আমরা শুধু আমাদের ক্রিকেটটা খেলে যাব, স্বাভাবিকভাবে। এটাই আমাদের পক্ষে কাজ করেছে সাম্প্রতিক সময়ে। ওরা চাপ শুন্য অবস্থায় খেলেছে। কারণ তাদের কাছে খুব একটা প্রত্যাশা কেউই করে নি। তবে বাংলাদেশি সমর্থকরা প্রত্যাশা করে আমরা ভাল খেলব।'


বাংলাদেশের মূল শক্তির জায়গাটি যে স্পিন তা আর বলার অপেক্ষা রাখে না। খাদিজা তুল কুবরা কিংবা রুমানা আহমেদরা বল হাতে জ্বলে উঠতে পারলে তা যেকোনো দলের জন্যই যে হুমকির কারণ হয়ে উঠতে পারে তা গত এশিয়া কাপেও দেখা গিয়েছে।


ভারতকে এশিয়া কাপের ফাইনালে মাত্র ১১২ রানে বেঁধে রাখার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন স্পিনাররাই।  এবার তাই বিশ্বকাপের মঞ্চেও স্পিনারদের ওপরে বেশি ভরসা রাখছেন কোচ আঞ্জু জাইন। বলেছেন, 


'আমি মনে করি স্পিন আমাদের শক্তি। ফিল্ডিং ও ফিটনেস ততটা নয়। আমরা এইসব নিয়ে কাজ করছি। উন্নতিও হয়েছে আমাদের। তবে স্পিন আমাদের মূল শক্তি। আমরা জানি আমাদের উন্নতি করে যেতেই হবে, যদি আমরা ভাল করতে চাই, যদি বিশ্বের বড় দলের সাথে প্রতিযোগিতা করতে চাই, তাহলে আমাদের উন্নতি করে যেতেই হবে। এটাই আমরা করছি, ব্যক্তিগতভাবে ও দল হিসেবে।' 


উল্লেখ্য গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৩ রানে ২ উইকেট শিকার করেছিলেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা। ২২ রান খরচায় ২ উইকেট নিয়ে তাঁকে দারুণ সঙ্গ দিয়েছিলেন রুমানা আহমেদও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball