promotional_ad

'খারাপ লাগলেও' ম্যানেজমেন্টের পক্ষ নিলেন তাসকিন

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরের মাটিতে খেলা যে কোন টেস্টের মতো সিলেট টেস্টেও টাইগার একাদশে এক পেসার খেলিয়ে ইতিমধ্যেই অনেক সমালোচনার শিকার হয়েছে দলের ম্যানেজমেন্ট। এক পেসার খেলানোর সংস্কৃতি খারাপ লাগলেও ম্যানেজমেন্টের হয়ে সাফাই গাইছেন তাসকিন আহমেদ। 


'একটু খারাপ লাগে দেখতে একটা পেসার। এটা আসলে উইকেট কন্ডিশন দেখে অনেক সময় টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে আমাদের স্পিনাররা কিন্তু উইকেট নিয়েই থাকে। টিম ম্যানেজমেন্ট সব চিন্তা করেই এক পেসার নিয়েছে।'


এদিকে খুব দ্রুতই নেটে অনুশীলনে ফিরবেন টাইগার স্পীড স্টার তাসকিন। ইতিমধ্যেই পুনর্বাসন শেষের দিকে তাঁর। চলতি বছরে বেশ কয়েকবার ইনজুরিতে আক্রান্ত হওয়া তাসকিন বৃহস্পতিবার দিন মিডিয়ার সামনে জানান,



promotional_ad

'আল্লাহর রহমতে এখন অবস্থা ভালো। তবে মারাত্বক চোটে পড়েছিলাম বছরের শুরুতে। পিঠে কোমরে চোট। ওটা থেকে সেরে উঠতে একটু সময় লেগেছে। দুইবার হাতের একই জায়গায় ব্যথা পেয়েছি। 


'এপিএল থেকে ফিরে এনসিএলের একটা ম্যাচ খেললাম, ভালো করলাম। আবারও সাইড স্ট্রেইনে চোট পেয়েছি। অনেক জায়গায় চোট পেয়েছি। এখন অনেকটা সেরে উঠেছি। এক সপ্তাহের মধ্যে বোলিং শুরু করব।'


মূলত সামনের বিশ্বকাপকে কেন্দ্র করেই এগিয়ে যাচ্ছেন তাসকিন। প্রাথমিক লক্ষ্য দলে নিয়মিত হওয়া। আর এরপরেই বিশ্বকাপ পরিকল্পনা সাজাবেন তিনি।


'আমি চাই দ্রুত ফিরতে, দেশের হয়ে খেলতেই হবে। সামনে অনেক বড় বড় সিরিজ টুর্নামেন্ট আসতেছে। সামনে বিশ্বকাপ আসছে। আমার স্বপ্ন গতবারের মতো এই বিশ্বকাপেও খেলা। এর আগে নিজেকে ফিট হিসেবে তৈরি করতে হবে। 



'শুধু ফিট হলে হবে না, ভালো খেলে দলে জায়গা করে নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বিপিএল, নিউজিল্যান্ড সফরে চেষ্টা করব দলে জায়গা পেতে। দলে জায়গা পাওয়ার ব্যাপারটা আমার হাতে নেই। আমি চেষ্টা করব নিজের সেরাটা দিতে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball