promotional_ad

শামসুরের সেঞ্চুরির পরেও মেট্রোর ড্র

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের খেলায় শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ড্র করেছে ঢাকা মেট্রোপলিটন। মেট্রোর ছুঁড়ে দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ১৪২ রানে থেমেছে চট্টগ্রাম। ফলে ড্রয়ের মুখ দেখেছে ম্যাচটি।


আগের দিন ৩৭ রানে অপরাজিত থাকা শুভ এদিনে থেমেছেন ১২১ রান করে। প্রথম শ্রেণী ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরিটি করার দিনে ১৭৩ বল খেলে ১০ টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 


তাঁর সঙ্গী মোহাম্মদ আশরাফুল অবশ্য আরও আগেই থেমেছেন ৪৩ রান করে। শুভ রানআউট হলে শেষমেশ ছয় উইকেটে ২৬১ রান করে ইনিংস ঘোষণা করে মেট্রো।



promotional_ad

চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নিয়েছেন সাখাওয়াত হোসেন। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর দিকেই আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদিকুর রহমানের (১৭) উইকেট হারিয়েছে চট্টগ্রাম। 


পিনাক ঘোষ ফিরেছেন ২৬ রানে। ইরফান শুক্কুর (৪৪) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও পারেননি। শেষপর্যন্ত ৪১ ওভারে চার উইকেট হারিয়ে ১৪২ রান করেছে চট্টগ্রাম। 


সংক্ষিপ্ত স্কোর- 


টস- ঢাকা মেট্রোপলিটন (ব্যাটিং)
ঢাকা মেট্রো (প্রথম ইনিংস)- ৩২৮/১০ 
(মার্শাল-১১০, শরিফুল্লাহ-৪০; নাইম-৪/৯৮, সাখাওয়াত-৩/১০৮)
চট্টগ্রাম বিভাগ (প্রথম ইনিংস)- ৩৪৫/১০ 
(সাদিকুর- ১০১, পিনাক- ৭৬; রনি-৪/৯৭, অনিক- ৩/৬৪) 
ঢাকা মেট্রো (দ্বিতীয় ইনিংস)- ২৬১/৬ (ডিক্লে)  
(শামসুর-১২১, আশরাফুল- ৪৩; সাখাওয়াত ২/৭৫)
চট্টগ্রাম বিভাগ (দ্বিতীয় ইনিংস)- ১৪২/৪ (লক্ষ্য ২৪৫)
(ইরফান ৪৪; আসিফ ২/২৯)
ফলাফল- ম্যাচ ড্র
ম্যাচ সেরা- শামসুর রহমান শুভ (ঢাকা মেট্রোপলিটন)



ঢাকা মেট্রো একাদশ- সাদমান ইসলাম, আজমির আহমেদ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, আসিফ আহমেদ, জাবিদ হোসেন (উইকেটরক্ষক), শরিফুল্লাহ, আবু হায়দার রনি, কাজি অনিক, আসিফ হোসেন।   


চট্টগ্রাম বিভাগ একাদশ- সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইরফান শুক্কুর, তাসামুল হক, ইয়াসির আলি (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), সাজ্জাদুল হক, নাইম হাসান, ইফরান হোসেন, সাখাওয়াত হোসেন, হাসান মাহমুদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball