মাহমুদুল্লাহর সঙ্গে দ্বিমত তামিমের

ছবি: ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শেষ কয়েক টেস্টে খারাপ পারফর্মেন্সের চূড়ান্ত ব্যর্থতাই যেন প্রকাশ পেল জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট পরাজয়ে। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ তো সংবাদ সম্মেলনেই বলেই দিলেন 'এভাবে চলতে থাকলে টেস্ট খেলার মানে নেই'; যদিও এই কথার সঙ্গে দ্বিমত টাইগার ওপেনার তামিম ইকবালের।
'দেখুন আমি এতে একমত (মাহমুদুল্লাহর মন্তব্য) নই। সাথে এটাও বলতে চাই যে আমরা কখনোই ভাবিনি যে জিম্বাবুয়ের কাছে আমাদের পরাজিত হতে হবে। আমি নিশ্চিত যে ক্রিকেটাররা বলেন, দর্শকেরা বলেন, বোর্ড বলেন, সাংবাদিকরা বলেন সকলেই আশা করেছিল যে আমরা ঐ টেস্টটি জিতব।'
দলের টানা ব্যর্থতায় মূলত হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন মাহমুদুল্লাহ, এমনটাই মনে করছেন দীর্ঘদিন মাঠের বাইরে থাকা তামিম। শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে আরও জানান,

'যখন এমন কিছু হয় তখন মানুষ অনেক আঘাত পায়। তাঁরা অনেক শকে চলে যায়। তাঁরা হতাশ হয়ে পরে এবং একে অপরকে দোষারোপ করতে থাকে। তো রিয়াদ ভাইয়ের ঐ মন্তব্যটি করা এটি সম্ভবত সেখান থেকেই এসেছে (হতাশা থেকে)। এটাই আমি বিশ্বাস করি।
'অধিনায়ক হিসেবে অবশ্যই ভিন্ন কিছু করতে চাইবেন তিনি। সাধারণত মানুষ অনেক কিছু হতাশা থেকেই বলে থাকে। আমি যেটি বিশ্বাস করি এখানেও তাই হয়েছে। আর আমি বলেন, উনি বলেন আমরা সবাই জানি যে ক্রিকেটাররা কতটা কষ্ট করছে টেস্ট ফরম্যাটে ভাল করার জন্য।'
তবে দুঃসময়ে ধেয়ে আসা সমালোচনাগুলোর জন্য একটুও অপ্রস্তুত নন তামিম। পুরো দলকে ইতিবাচক থাকার প্রস্তাব দিয়েছেন তিনি। এভাবেই কাটাতে চান দলের দুঃসময়।
'আমরা ১৫-২০ জনের একটি গ্রুপ এবং আমি বিশ্বাস করি যে আমরা যথেষ্ট শক্তিশালী এই বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখার থেকে ইতিবাচকভাবে নেয়ার ব্যাপারে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে।
'কারণ আমরা খুব ভাল করে জানি যে আমরা যখন আবার একটি সিরিজে ভাল খেলব তখন এই মানুষজনই আমাদের বাহবা দিবে। এটাই পেশাদার ক্রিকেটের একটি অংশ। আমি দোষ দিব না যারাই সমালোচনা করুক। তাঁরা হয়তো কিছু দেখেছে, আমরা খারাপ খেলেছি দেখেই দেখেছে।'