ঢাকায় ঘুরে দাঁড়াবে বাংলাদেশঃ তামিম

ছবি: তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের পর ঢাকাতে ঘুরে দাঁড়াতে বেশ মরিয়া হয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। আর এই লক্ষ্যে রিয়াদ বাহিনী যে যথেষ্ট সফলই হবে এই ব্যাপারে সন্দেহ নেই টাইগার ওপেনার তামিম ইকবালের।
সিরিজে অনুপস???থিত থাকলেও মিরপুরের মাঠে দারুণভাবে ফিরে আসবে রিয়াদ বাহিনী বলে শতভাগ বিশ্বাস করছেন তামিম। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই ক্রিকেটার সাংবাদিকদের জানিয়েছেন যেকোনো
'শতভাগ, আমি পুরো শতভাগ নিশ্চিত যে মিরপুরে তাঁরা ফিরে আসবে। সেই ১৫ জন সহ আমি নিজেও নিশ্চিত যে আমরা আমাদের সেরাটাই খেলব। আর দ্বিতীয়ত আমরা এই দলের থেকেও অনেক ভাল দল।'

ওয়ানডেতে যেভাবে বিধ্বংসী রূপে আবির্ভাব ঘটেছিল বাংলাদেশের টেস্টে ঠিক তার বিপরীত রূপই দেখা গিয়েছে তাদের। আর এই বিষয়টি মানছেন তামিম নিজেও। তবে খারাপ খেললেও দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে যে টাইগাররা উন্নতি করছে তাতে কোন সন্দেহ নেই বলে মনে করেন টাইগার ওপেনার। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মত দলকে টেস্টে হারানোটাই এর চাক্ষুষ প্রমাণ। তামিমের ভাষায়,
'এখানে অনেক আলোচনা হচ্ছে, ধরেন আমরা ওয়ানডের মত টেস্ট সেভাবে খেলতে পারছি না। এটি আসলে একটি ফ্যাক্ট, আর এটি সত্যি। আর আমাকেও এটি স্বীকার করতে হবে। আমার কাছে মনে হয় না আমাদের কোন টিম মেম্বার এটি কোন সময় বলেছে যে আমরা অনেক শক্তিশালী টেস্ট দল হয়ে উঠছি।'
তামিম আরও বলেন, 'তবে আমার কাছ থেকে এটাও কেউ নিয়ে যেতে পারবে না যে আমরা ভাল টেস্ট খেলা শুরু করেছি। আমরা এরই মধ্যে বিশ্বের সেরা দুটি টেস্ট দলকে হারিয়েছি, খালি হারান কথা না। যেভাবে আমরা খেলেছি সেটাও দেখতে হবে।'
তবে টেস্ট স্ট্যাটাস পাওয়ার দীর্ঘ ১৮টি বছর পরে বাংলাদেশের যে অবস্থানে থাকার কথা ছিল সেই অবস্থানে নেই তারা বলেও বিশ্বাস করেন দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। বিশেষ করে বাংলাদেশের উন্নতির গ্রাফটি যতটা বৃদ্ধি পাওয়া প্রয়োজন ছিল ততটা হয়নি উল্লেখ করে তামিমের বক্তব্য,
'হ্যা, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি ভাল যায়নি একেবারেই, তবে আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি করছি। তবে যতটুকু করা দরকার ছিল এতদিনে এসে এবং যতটুকু গ্রাফটি উপরে ওঠা দরকার ছিল ততটা ওঠে নি। কিন্তু এটা যদি কেউ বলে যে আমরা কিছুই না, কোন কিছুই করছি না তাহলে আমি কখনোই মানব না।'