উইন্ডিজদের দায়িত্ব নিতে চাইঃ হেইন্স

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ হতে মরিয়া হয়ে আছেন সেই দেশের কিংবদন্তী ক্রিকেটার ডেসমন্ড হেইন্স। এর জন্য তিনি বোর্ডের সাথে সাক্ষাৎকারে দিতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছেন।
আসন্ন গ্রীষ্মের মৌসুমে ক্যারিবিয়ান দলের দায়িত্ব ছেড়ে দিবেন তাঁদের বর্তমান কোচ স্টুয়ার্ট ল। তাই ২০১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সফরের পূর্বে তাঁর স্থলাভিষিক্ত একজন কোচের প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের।

সেই খালি জায়গাটি পুরন করতে চান হেইন্স। এই কিংবদন্তী ক্রিকেটার বিশ্বাস করেন, তিনি ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বের এক নম্বর দলে পরিণত করতে না পারলেও প্রথম চারে নিয়ে যেতে পারবেন।
'আমি আশা করি তাঁরা আমাকে সাক্ষাৎকারের জন্য ডাকবে। আমি বলছি না ওয়েস্ট ইন্ডিজকে এক নম্বর দল হিসেবে গড়ে তুলে পারব কিন্তু আমি তাঁদেরকে বিশ্বের প্রথম চার দলের তালিকায় নিয়ে যেতে পারব,' বলেছিলেন ডেসমন্ড হেইন্স।
খুবই বাজে সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। ভারতের মাটিতে খেলতে এসে পাত্তাই পায়নি তাঁরা। এর মূল কারণ তাঁদের ভিত্তি মজবুত নয়, মনে করেছেন দেশের হয়ে ১১৬টি টেস্ট এবং ২৩৮টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
জানিয়েছেন, টেস্ট পর্যায়ের জন্য ক্রিকেটারদের তরুণ অবস্থা থেকেই প্রস্তুত করতে হবে। এর জন্য প্রধান সহকারি কোচদের সাথে আরও কাজ থেকে করতে হবে। আর এসব তিনি করে দেখাতে পারবেন বলে নিজের উপর বিশ্বাস রাখছেন ৬২ বয়সী এই সাবেক ক্রিকেটার।
'আমি বিশ্বাস করি প্রধান কোচকে কর্মক্ষেত্রে থাকা অন্যান্য কোচদের সাথেও কাছ থেকে কাজ করতে হবে। শুধু টেস্ট পর্যায়ের ক্রিকেটারদের সাথে কাজ করলেই হবে না। মূল থেকেই কাজগুলো ভালভাবে করতে হবে, তাহলে টেস্ট পর্যায়ে যাওয়া ক্রিকেটাররা প্রস্তুত থাকবে। এটা তাঁদের জন্য ভাল নয়, যখন তাঁরা টেস্টে গিয়ে উপলব্ধি করবে তাঁরা ফিট নয়।'