promotional_ad

হাফিজ-টেইলর 'বিতর্ক', চটেছেন সরফরাজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও বিপদে পড়তে হতে পারে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেইলরকে। কিউইদের ইনিংস চলাকালীন সময় পাকিস্তানী বোলার মোহাম্মাদ হাফিজের অ্যাকশন নিয়ে মাঠে ইঙ্গিত করায় তাঁর বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান টিম ম্যানেজম্যান্ট। 


সেই সঙ্গে পাকিস্তানের অধিনায়ক সফরাজ আহমেদও এই ঘটনার পরপরই আম্পায়ারের কাছে অভিযোগ করেন। সরফরাজ মনে করেন, কারো বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই টেইলরের। তিনি বলেন,


‘টেইলর যা করেছেন সেটা মোটেও উচিত হয়নি। টিভির ক্যামেরায় এরকম করাটা তাঁর কাজ না। এটা জঘন্য একটা কাজ হয়েছে। তাঁর কাজ ছিল ???িজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া। আমি এজন্যই আম্পায়ারদের কাছে অভিযোগ করেছিলাম। 


promotional_ad

পেশাদার ক্রিকেটার হিসেবে টেইলরের এটা করা ঠিক হয়নি। এটা সে দুই-তিনবার করেছে। কাজটা আম্পায়ারের, হাফিজের অ্যাকশনে কোনো ত্রুটি ছিল না। সে কোনো কারণ ছাড়াই ইস্যু তৈরির চেষ্টা করেছিল।’


এদিকে হাফিজের বোলিং নিয়ে প্রশ্ন তোলায় শাস্তির মুখোমুখি হতে পারেন টেইলর। 'অখেলোয়াড়সুলভ' আচরণের জন্য শাস্তি দেয়া হতে পারে কিউই এই ডানহাতি ব্যাটসম্যানকে।


এর আগে অবশ্য বেশ কয়েকবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন মোহাম্মাদ হাফিজ। ২০০৫ সালে প্রথমবারের মতো তাঁর বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।


এরপর ২০১৪ সালে দুইবার অবৈধ অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন এই পাকিস্তানী ক্রিকেটার। যেকাওরনে নিষিদ্ধও করা হয় তাঁকে। পরে অ্যাকশন শুধরে বোলিংয়ে ফেরেন ২০১৫ সালের এপ্রিলে।


এর একমাস পরেই আবার আম্পায়াররা তাঁর অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে এক বছরের জন্য নিষিদ্ধ করেন হাফিজকে। ২০১৬ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংয়ে ফেরেন হাফিজ। 


পরবর্তী বছর আবারও একই কারণে নিষিদ্ধ হন বোলিং থেকে। চলতি বছরের এপ্রিলে অ্যাকশন শুধরে ফের বোলিংয়ে ফিরে আসেন পাকিস্তানের এই অলরাউন্ডার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball