শাস্তি পেলেন জেমস অ্যান্ডারসন

ছবি: জেমস অ্যান্ডারসন, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইংলিশ পেস তারকা জেমস অ্যান্ডারসন।
গল টেস্টের ৩৯তম ওভারে আম্পায়ার ক্রিস গ্যাফানি অ্যান্ডারসনকে উইকেটের মাঝখানে দৌড়ানোর জন্য সাবধান করে দিয়েছিলেন।
কিন্তু ইংলিশ পেসার আম্পায়ারের বিরোধিতা করে পিচের মাঝখানে বল ছুঁড়ে মারেন। আর এরই সাথে আইসিসির কোড অফ কন্ড্যাক্টের ২.৮ ধারা ভঙ্গ করেন তিনি।

ফলে দিন শেষে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন মাঠের আম্পায়াররা। যার কারণে শাস্তির সম্মুখীন হতে হল অ্যান্ডারসনকে।
এরই মধ্যে অবশ্য দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন অ্যান্ডারসন বিধায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য এই নিয়ে ইংলিশ এই পেসারের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হল। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওভাল টেস্টেও শাস্তি পেয়েছিলেন অ্যান্ডারসন।
সেবার অবশ্য শুধু ডিমেরিট পয়েন্টই পাননি, পাশাপাশি ম্যাচ ফি এর ১৫ শতাংশ জরিমানাও করা হয়েছিল তাঁর। সেই ম্যাচে ভিরাট কোহলিকে করা একটি বলে এলবিডব্লিউয়ের আবেদন ওঠার পর আম্পায়ার কুমার ধর্মসেনা সাড়া না দেয়ায় তাঁর সাথে আক্রমণাত্মক ব্যবহার করেন অ্যান্ডারসন এবং নিজের ক্যাপ রীতিমত ছিনিয়ে নেন।
পরবর্তীতে ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। আইসিসির নিয়ম অনুযায়ী আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হতে হবে অ্যান্ডারসনকে।