দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান সাব্বির

ছবি: গেইল, সাব্বির, বিজয় ও রিয়াদ

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয় হাঁকানো ব্যাটসম্যানের তালিকার শীর্ষে আছেন ক্যারিবিয়ান ব্যাটিং ঝড় ক্রিস গেইল।২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, চিটাগাং ভাইকিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং রংপুর রাইডার্সের হয়ে মোট ২৬টি ম্যাচ খেলেছেন গেইল এবং হাঁকিয়েছেন ১০৬টি ছয়।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৭৩.৮১ স্ট্রাইক রেট এবং ৫৪.০৪ গড়ে রান গেইলের সংগ্রহ ১১৩৫ রান। রয়েছে ৫টি শতক এবং ৩টি অর্ধশতক। টি টুয়েন্টির হটকেক হিসেবে গেইলকে আখ্যা দেয়া হয় কেন এই পরিসংখ্যানের মাধ্যমেই বোঝা যায়।

ক্যারিবিয়ান গেইলের পরের স্থানটিতে রয়েছেন টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান রম্মান। বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত ৬২টি ম্যাচে ৪৭টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ১২১.৮৪। এবং ২২.৮৭ গড়ে ১১২১ রান সংগ্রহ করেছেন সাব্বির। তাঁর রয়েছে ১টি শতক সহ ৩টি অর্ধশতক।
তালিকার তৃতীয়তে আছেন আনামুল হক বিজয়। মোট দুটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলেছেন তিনি এখন পর্যন্ত। চিটাগাং ভাইকিংস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের এই ক্রিকেটার ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫৮টি ম্যাচে হাঁকিয়েছেন ৪৫টি ছয়। যেখানে তাঁর ২৪.৫৬ গড়ে রান সংগ্রহ করেছেন ১১৩০। বিজয়ের ব্যাটিং স্ট্রাইক রেট ১১৯.৫৭।
এরপর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন এভিন লুইস এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বরিশাল বুলস এবং ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা লুইসে এখন পর্যন্ত হাঁকিয়েছেন ৪৩টি ছয়। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলা এই ব্যাটসম্যান ২২ ম্যাচে ৩৫.৩৬ গড়ে সংগ্রহ করেছেন ৬৭২ রান। তাঁর রয়েছে ১টি শতক এবং ৪টি অর্ধশতক। লুইসের স্ট্রাইক রেট ১৫১.৬৯।
অপরদিকে পঞ্চমে থাকা রিয়াদ এখন পর্যন্ত খেলেছেন বরিশাল বুলস, চিটাগাং কিংস এবং খুলনা টাইটান্সের হয়ে। যেখানে ৬৩টি ম্যাচে ৪৩টি ছয় হাঁকিয়েছেন তিনি। রয়েছে ৭টি অর্ধশতক। ২৭.৪৫ গড় এবং ১১৫.৬০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১৪০০ রান।
দেখে নিন বিপিএলের সর্বোচ্চ ছয় হাঁকানো ব্যাটসম্যানের তালিকা-
ব্যাটসম্যান | দলের নাম | সময়কাল | ম্যাচ সংখ্যা | ইনিংস সংখ্যা | রান সংখ্যা | সেরা ইনিংস | গড় রান | স্ট্রাইক রেট | শতক সংখ্যা | অর্ধশতক সংখ্যা | চার সংখ্যা | ছয় সংখ্যা |
ক্রিস গেইল | বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, চিটাগাং ভাইকিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স, রংপুর রাইডার্স | ২০১২-২০১৭ | ২৬ | ২৬ | ১১৩৫ | ১৪৬* | ৫৪.০৪ | ১৭৩.৮১ | ৫ | ৩ | ৭১ | ১০৭ |
সাব্বির রহমান | বরিশাল বুলস, বরিশাল বার্নার্স, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, সিলেট সিক্সার্স | ২০১২-২০১৭ | ৬২ | ৫৪ | ১১২১ | ১২২ | ২২.৮৭ | ১২১.৮৪ | ১ | ৩ | ৮৭ | ৪৭ |
আনামুল হক বিজয় | চিটাগাং ভাইকিংস, ঢাকা গ্ল্যাডিয়েটর্স | ২০১২-২০১৭ | ৫৮ | ৫৩ | ১১৩০ | ৮৩ | ২৪.৫৬ | ১১৯.৫৭ | ০ | ৬ | ৯২ | ৪৫ |
এভিন লুইস | বরিশাল বুলস, ঢাকা ডাইনামাইটস | ২০১৫-২০১৭ | ২২ | ২১ | ৬৭২ | ১০১* | ৩৫.৩৬ | ১৫১.৬৯ | ১ | ৪ | ৬২ | ৪৩ |
মাহমুদুল্লাহ রিয়াদ | বরিশাল বুলস, চিটাগাং কিংস, খুলনা টাইটান্স | ২০১২-২০১৭ | ৬৩ | ৫৯ | ১৪০০ | ৬২ | ২৭.৪৫ | ১১৫.৬০ | ০ | ৭ | ১১৫ | ৪৩ |