অস্ট্রেলিয়া স্কোয়াডে ফিরলেন স্টয়নিস ও বেহরেনডরফ

ছবি: স্টয়নিস ও বেহরেনডরফ

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিপক্ষে আসন্ন টি টুয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই স্কোয়াডে জায়গা পাননি মিচেল মার্শ, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং পিটার সিডল।
অপরদিকে ১৩ জনের স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং বাঁহাতি পেসার জ্যাসন বেহরেনডরফ। সামনে বেশ ব্যস্ত ক্রিকেট সূচি রয়েছে অস্ট্রেলিয়ার বিধায় মার্শ এবং লিয়নকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই সময়ের মধ্যে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলার মধ্যে থাকবেন। এই প্রসঙ্গে ল্যাঙ্গার বলেছেন,
'আমরা জানি আরব আমিরাত থেকে ফেরার পর, আমাদের সামনে অনেক বড় সূচি অপেক্ষা করছে। বিশ্বকাপ এবং অ্যাশেজ রয়েছে সামনে। এই কারণে আমাদেরকে সেরা টি টুয়েন্টি দলটি বাছাই করতে হবে এবং আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে।'

অজি কোচ আরও বলেন, 'আমি জানি যে এই চারজনের সবারই অস্ট্রেলিয়ার হয়ে খেলার বাসনা রয়েছে প্রতিটি ফরম্যাটেই। ভারতের বিপক্ষে আসন্ন কঠিন টেস্ট সিরিজটিকে সামনে রেখে আমি বিশ্বাস করি তাদের জন্য সবথেকে সেরা প্রস্তুতির উপলক্ষ হবে শেফিল্ড শিল্ডে ভাল ক্রিকেট খেলা।'
এর আগে চলতি বছর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টি টুয়েন্টি সিরিজে সর্বশেষ খেলেছিলেন মার্কাস স্টয়নিস। তবে আরব আমিরাতে অনুষ্ঠিত টি টুয়েন্টি সিরিজে ইনজুরির কারণে খেলা হয়নি তাঁর। যদিও বর্তমানে পুরো ফিট হয়ে উঠেছেন তিনি বলে জানিয়েছেন ল্যাঙ্গার। তাঁর ভাষ্যমতে,
'মার্কাস সম্প্রতি আরব আমিরাতে টি টুয়েন্টি ম্যাচগুলো মিস করেছে কারণ সে পুরোদমে বোলিং করতে পারছিল না, তবে এখন সে তাঁর পুরো ফিটনেস ফিরে পেয়েছে। মার্কাস একজন বহুমুখী ক্রিকেটার, সে একজন শক্তিশালী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং সে একজন খাঁটি বোলিং অপশন হিসেবে নিজেকে প্রমাণ করেছে।'
এদিকে বেহরেনডরফকে নিয়েও আশাবাদী অজি কোচ। গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টি টুয়েন্টি ম্যাচে ২১ রানে ৪ উইকেট শিকার করেছিলেন বাঁহাতি এই পেসার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়ে খেলা ম্যাচে ৩৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। বেহরেনডরফ প্রসঙ্গে ল্যাঙ্গার তাই বলেছেন,
'জেএলটি কাপে এবং মিনিস্টার একাদশের ম্যাচে তাঁকে বোলিং করতে দেখা দারুণ ব্যাপার ছিল এবং এটি আমাদের কাছে দেখিয়েছে যে সে কতটা বিধ্বংসী হতে পারে নতুন বলে। কৌশলগতভাবে আমরা বিশ্বাস করি একজন বাঁহাতি সুইং বোলার আমাদের জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতে পারবে আসন্ন চার ম্যাচে।'
অস্ট্রেলিয়া টি টুয়েন্টি স্কোয়াড-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, জ্যাসন বেহরেনডরফ, নাথান কুল্টার নাইল, ক্রিস লিন, গ্ল্যান ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, ডি আরকি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।