বোল্টের হ্যাটট্রিকে সিরিজে এগিয়ে নিউজিল্যান্ড

ছবি: নিউজিল্যান্ড দল

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৭ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করে পাকিস্তানের রান তাড়া করার গতি প্রথমেই থমকে দিয়েছিলেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
নিউজিল্যান্ডের দেয়া ২৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান অল আউট হয় ২১৯ রানে। শুরুতেই পাকিস্তানের ইনিংস ধসিয়ে দিয়েছে বোল্ট। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। তৃতীয় ওভারের চতুর্থ বলে ফখর জামানকে বোল্ড করে ফিরিয়েছেন তিঁনি।
এরপর পঞ্চম বলে বাবর আজম স্লিপে ক্যাচ দিয়েছেন টেলরের হাতে। একই ওভারের শেষ বলে পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজকে লেগ বিফরের ফাঁদে ফেলে আউট করেছেন তিঁনি।
তৃতীয় কিউই বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বোল্ট। ১৯৯৪ সালে ভারতের বিপক্ষে স্যার ড্যানি মরিসন ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক উইকেট শিকার করেছিলেন শেন বন্ড।
বোল্টের হ্যাটট্রিকের পর ওপেনার ইমাম উল হক ৬৩ রানের জুটি গড়েন শোয়েব মালিকের সাথে। ইমাম ৩৪ রান করে ফার্গুসনের শিকার হয়েছেন। শোয়েব মালিক ৩০ রান করে গ্র্যান্ডহোমের শিকার হয়েছেন।
শাদাব খান দ্রুত ফিরে গেলেও সপ্তম উইকেটে পাকিস্তানী অধিনায়ক সরফরাজ আহমেদ আরেকটি বড় জুটি গড়েন ইমাদ ওয়াসিমের সাথে। এই দুজনে যোগ করেন ১০৩ রান।
পাকিস্তানী অধিনায়ক সরফরাজ আহমেদ ৬৪ রান করে গ্র্যান্ডহোমের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন। এরপর অষ্টম উইকেটে ৪১ রান যোগ করেন হাসান আলী ও ইমাদ ওয়াসিম।

৫০ রান করা ইমাদ কিউই পেসার সাউদির বলে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ দিয়ে আউট হলে আর একটি রানও যোগ করতে পারেনি পাকিস্তান। দলটির শেষ দুই উইকেট শিকার করেছেন ফার্গুসন।
এর আগে, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান করে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কিউইরা।
দলীয় ১৩ রানে সাজঘরে ফেরেন জর্জ ওয়ার্কার (১)। এরপর ২৯ রান করে মুনরো সাজঘরে ফিরলে বিপদে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের হাল ধরেন রস টেলর ও টম লাথাম।
এই জুটিতে ১৩০ রান যোগ করেন এই দুজনে। জুটিতে ফিফটি তুলে নেয়ার পর সেঞ্চুরির পথেই ছিলেন সাবেক অধিনায়ক রস টেলর। এরপর নিউজিল্যান্ডের লাগাম টেনে ধরেন পাকিস্তানের বোলাররা।
চার উইকেটে ২০৮ রান করা নিউজিল্যান্ড এরপর ২ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। শাদাব খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ৬৪ বলে পাঁচ চারের সাহায্যে ৬৮ রান করা লাথাম। শূন্য রানে ফেরেন নিকোলাস ও গ্রান্ডহোম।
বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিমের বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন সেঞ্চুরির পথে থাকা রস টেলর। তিঁনি ১১২ বলে পাঁচ চারের সাহায্যে করেন ৮০ রান। শেষ দিকে টিম সাউদি ও ইস সোধি ২০ এবং ২৪ রানের কল্যাণে মাঝারি সংগ্রহ পায় নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে ৪টি করে উইকেট দখল করেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। তাছাড়া, ১টি উইকেট ঝুলিতে পুরেছেন ইমাদ ওয়াসিম।
নিউজিল্যান্ডঃ ২৬৬/৯ (৫০ ওভার)
মুনরো ২৯, উইলিয়ামসন ২৭, টেলর ৮০, লাথাম ৬৮, সাউদি ২০ ও সোধি ২৪
শাহীন আফ্রিদী ৪/৪৬, শাদাব খান ৩৮/৪ ও ইমাদ ওয়াসিম ১/৩৮
পাকিস্তানঃ ২১৯/১০ ( ৪৭.২ ওভার)
ইমাম ৩৪, মালিক ৩০, সরফরাজ ৬৪, ইমাদ ৫০ ও হাসান আলী ১৬
বোল্ট ৫৪/৩, ফার্গুসন ৩৬/৩, গ্র্যান্ডহোম ৪০/২, সাউদি ৩১/১ ও সোধি ৫৪/১