নাইট উপাধি পাচ্ছেন অ্যালিস্টার কুক?

ছবি: অ্যালিস্টার কুক, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক।
নিজের প্রথম এবং শেষ টেস্টে ভারতের বিপক্ষে শতক হাঁকিয়ে রেকর্ড বুকে জায়গা করে নেয়া কুককে এবার নাইট উপাধি দেয়া হচ্ছে বলে জানা গেছে।
দেশের ক্রিকেটের জন্য অসামান্য অবদান রাখায় গত মাসেই ইংল্যান্ডের রানীর কাছে কুককে নাইট উপাধি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

এবার ইংল্যান্ডের পার্লামেন্ট সদস্য লর্ড টাইরিও একই সুপারিশ করেছেন। কুককে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে তিনি লিখেছেন,
'গত কয়েক বছরে অ্যালিস্টার কুক সন্দেহাতীত ইংল্যান্ডের শুধু সেরা ব্যাটসম্যানই ছিলেন না, বরং তিনি ক্রিকেটের একজন যোগ্য প্রতিনিধি হিসেবে খেলাটিতে অবদান রেখেছেন দেশে এবং বিদেশের মাটিতে।'
বর্তমানে ইংলিশ ক্রিকেটে একমাত্র জীবিত নাইট উপাধি প্রাপ্ত ক্রিকেটার হলেন ইয়ান বোথাম। যদিও তাঁকে এই উপাধি দেয়া হয়েছিল হিতৈষীমূলক কর্মকান্ডের জন্য।
তবে এবার ক্রিকেটের জন্যই সবকিছু ঠিক থাকলে এই বিরল সম্মানের অধিকারী হতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী কুক।
উল্লেখ্য ক্রিকেটকে বিদায় বলার আগে দেশের হয়ে ১৬১টি টেস্টে ৪৫.৩৫ গড়ে ১২৪৭২ রান সংগ্রহ করেছেন অ্যালিস্টার কুক। যেখানে ৩৩টি শতক ছাড়াও তাঁর রয়েছে ৫৭টি অর্ধশতক।
এছাড়াও ৯২টি ওয়ানডেতে ৩৬.৪০ গড়ে ৩২০৪ রান সংগ্রহ করেছেন তিনি। হাঁকিয়েছেন ৫টি শতক এবং ১৯টি অর্ধশতক।